ক্রিমিয়ায় ড্রোন হামলা প্রতিহত করার দাবি রাশিয়ার

দখলকৃত ক্রিমিয়ার সেভাস্তোপোল বন্দরে একটি ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে করেছে রাশিয়ার নৌবাহিনী। মস্কো মনোনীত স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এই দাবি করেছে। ক্রিমিয়াতে রাশিয়ার কৃষ্ণ সাগরের নৌবহর মোতায়েন রয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

টেলিগ্রামে সেভাস্তোপোলের গভর্নর মিখাইল রাজভোঝায়েভ বলেছেন, আজ ভোর সাড়ে চারটা থেকে সেভাস্তোপোলে বেশ কয়েকটি ড্রোন হামলা প্রতিহত করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

তিনি আরও বলেছেন, সবগুলো মনুষ্যবিহীন আকাশযান ভূপাতিত করা হয়েছে।

এর আগে তিনি বলেছিলেন, রুশ নৌবাহিনী ড্রোন হামলা প্রতিহত করছে।

গভর্নর জানিয়েছেন, শহর সতর্কাবস্থায় রয়েছে। শহরের কোনও বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি। শহরে বন্দরের কাছে একটি ছাত্রাবাত্রের জানালা ভেঙেছে। কিন্তু কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

স্থানীয়দের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের আহ্বান জানিয়েছেন তিনি।