ওবামা প্রশাসনকে ‘অভাগা’ বলে ব্যঙ্গ করলো লন্ডনের রুশ দূতাবাস

নিষেধাজ্ঞা নিয়ে লন্ডনের রুশ দূতাবাসের টুইটএমনিতেই সব সময় রুশ-মার্কিন সম্পর্কে সব সময়েই কম-বেশি উত্তেজনা বিরাজ করে। সদ্য সমাপ্ত মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগে স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে সবচেয়ে উত্তেজনাকর পরিস্থিতিতে পৌঁছায় রুশ-মার্কিন সম্পর্ক। সঙ্গে সিরিয়া ও ইউক্রেন ইস্যুতো ছিলই। বৃহস্পতিবার ৩৫ জন কূটনীতিককে বহিষ্কার ও নিষেধাজ্ঞা আরোপের পর স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে সবচেয়ে উত্তেজনাকর পরিস্থিতিতে পৌঁছেছে দুটি দেশের সম্পর্ক। আর তার প্রকাশ ঘটেছে নিষেধাজ্ঞা ও বহিষ্কারের পর রাশিয়ার প্রতিক্রিয়ায়। যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত রুশ দূতাবাস টুইটারে এক পোস্টে ওবামা প্রশাসনকে অভাগা প্রশাসন হিসেবে আখ্যায়িত করে ব্যঙ্গ করেছে।

টুইটে একটি হাঁসের ছবিতে লেম লিখে প্রকাশ করা হয়েছে। যা অভাগার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। টুইটে লেখা হয়েছে, ‘স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে প্রেসিডেন্ট ওবামা ৩৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছেন। এর মধ্য দিয়ে আমেরিকার জনগণসহ সবাই অভাগা প্রশাসনের শেষ কাণ্ড দেখলো।’