তীব্র তুষারপাতে হিথরো বিমানবন্দরের ফ্লাইট বাতিল

হিথরো বিমানবন্দরতীব্র তুষারপাতের কারণে যুক্তরাজ্যের লন্ডনের হিথরো বিমানবন্দরের বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে বৃহস্পতিবার এই বিমানবন্দর থেকে কোনও ফ্লাইট উড্ডয়ন কিংবা অবতরণ করবে না। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এ খবর জানিয়েছে।
ব্রিটিশ এয়ার-ট্রাফিক সার্ভিস এনএটিএস প্রত্যাশা করছে, বৃহস্পতিবার বিকাল তিনটার সময় রানওয়ের তুষার পরিষ্কারের পর বিমান অবতরণ করতে পারে।

ইউরোপের সবচেয়ে ব্যস্ত এই বিমানবন্দরে অবতরণ করা বিমানকেও তুষারমুক্ত করতে হবে। ফলে ডিপারচারেও দেরি হতে পারে।

কর্তৃপক্ষ বিমানযাত্রীদের জানিয়েছে, যুক্তরাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা রয়েছে। ফলে এয়ারলাইন্সের ফ্লাইটগুলোর শিডিউল পরিবর্তন করা হতে পারে।

এর মধ্যেই ব্রিটিশ এয়ারওয়েজ তাদের অন্তত ৪০টি ফ্লাইট বাতিল করেছে। এডিনবার্গ, ফ্রাঙ্কফুর্ট, জেনেভা, মাদ্রিদ ও রোমের ফ্লাইট রয়েছে।

এনএটিএস অপর এয়ারলাইন্স কোম্পানিগুলোকেও বৃহস্পতিবারের ফ্লাইট শিডিউল নতুন করে সাজানোর জন্য নির্দেশ দিয়েছে।

গত কয়েকদিন ধরেই ইউরোপজুড়ে তীব্র তুষারপাত ঘটছে। এবারের তুষারপাতে এ পর্যন্ত প্রায় একশ মানুষের মৃত্যু হয়েছে। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

/এএ/