সুপারমার্কেটের খাবারের দামে ব্রেক্সিটের প্রভাব

ব্রিটেনের সুপারমার্কেটইউরোপীয় ইউনিয়ন ছাড়ার সিদ্ধান্তে ভোট দেওয়ার পর সুপারমার্কেট খাবারের দাম বাড়িয়ে দিয়েছে। ব্রেক্সিটের প্রভাবই পড়েছে ক্রেতাদের ক্রয়মূল্যের উপর। ভোগ্যপণ্য ব্যবহারকারীদের সংগঠনগুলো এ তথ্য জানিয়েছে।

গত নভেম্বরে অতি গুরুত্বপূর্ণ ভোটের পর পাউন্ডের দরপতন হওয়ায় বেড়েছে খাবারের দাম। আর ব্রিটেনের খাবারের প্রায় অর্ধেকই আমদানি করা বলেই প্রভাবটা বেশি।

১ লাখ ৭৫ হাজার পণ্য নিয়ে মাইসুপারমার্কেটের একটি গবেষণায় দেখা গেছে, ২০১৬ সালের ২৩ জুন থেকে ২০১৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত খাবারের দাম তুলনামূলকভাবে বেড়েছে।

মরিসনস, টেসকো, সাইনসবুরি’স ও আসডার মতো শীর্ষস্থানীয় সুপারমার্কেটগুলোতে খাবারের দাম বেড়েছে ৫ শতাংশের বেশি। টেসকোতে ময়দার দাম বেড়েছে ৬.১ শতাংশ। ৫.৫ শতাংশ দাম বেড়েছে সাইনসবুরি’স হিমায়িত সবজির ব্যাগে। এছাড়া আসডায় জুসের দাম ৬.৬ এবং ৮.২ শতাংশ বেড়েছে মরিসনসের আইসক্রিমে।

দোকানগুলোতে বেশি দামে পণ্য কিনতে ক্রেতাদের বিভিন্নভাবে প্ররোচিত করছে জানিয়েছে চ্যানেল ফোর। সূত্র- মিরর

/এফএইচএম/