ব্রিটিশ পার্লামেন্টের পাশে ছুরি হাতে যুবক গ্রেফতার

DCb3dBvXgAAMttIব্রিটিশ পার্লামেন্ট ভবন ওয়েস্টমিনিস্টার প্যালেসের পাশের রাস্তায় ছুরি হাতে এক যুবককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গ্রেফতারের পর পার্লামেন্ট এলাকায় সবধরনের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। বিপুল সংখ্যক আর্মড পুলিশ মোতায়েন রয়েছে ওয়েস্টমিনিস্টারে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়েস্টমিনিস্টার প্যালেসের ক্যারিজ গেটে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিয়েছেন। ছাই রঙের হুডি পরা এক যুবককে তিন পুলিশ কর্মকর্তা গ্রেফতারের পর এসব পুলিশ মোতায়েন করা হয়েছে। টহলে থাকা আরও ৪/৫ জন পুলিশও যুবককে গ্রেফতারের সময় উপস্থিত ছিলেন। এরপরই পার্লামেন্ট ভবনের সামনে লোহার ব্যারিকেড বসানো হয়। ভবনটির সামনে দিয়ে পথচারীদের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে।

মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার সকাল (লন্ডন সময়) ১১টার দিকে ওয়েস্টমিনিস্টার প্যালেসের কাছে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যক্তির বয়স ৩০ বছর। ছুরি হাতে সন্দেহজনক গতিবিধির কারণে গ্রেফতার করা হয়। কোনও হামলা বা হতাহতের ঘটনা ঘটেনি। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এএ/