কাতারের মুদ্রার লেনদেন বন্ধ করে দিলো ব্রিটিশ ব্যাংক

2014_8_13-Lloyds-Bank14718555748_3b9d004e65_bযুক্তরাজ্যের লয়েডস ব্যাংকিং গ্রুপ কাতারি রিয়ালে লেনদেন বন্ধের ঘোষণা দিয়েছে। শুক্রবার ব্যাংকির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ খবর জানিয়েছে।

ব্যাংকটির এক নারী মুখপাত্র জানান, লয়েডস ব্যাংক কাতারি রিয়ালে লেনদেন বন্ধ করেছে। ব্যাংকটির বিভিন্ন শাখায় এই মুদ্রা কেনা-বেচার জন্য এখন থেকে আর পাওয়া যাবে না।

মুখপাত্র আরও জানান, ব্যাংকটি বিদেশি মুদ্রার লেনদেন শাখার সরবরাহকারী তৃতীয় পক্ষ ২১ জুন থেকে কাতারি মুদ্রার লেনদেন বন্ধ করেছে।  

লয়েডস ব্যাংকের পাশাপাশি ব্যাংক অব স্কটল্যান্ড ও হ্যালিফ্যাক্স ব্যাংকও কাতারি মুদ্রায় লেনদেন বন্ধ করে দিয়েছে।

কাতারের কেন্দ্রীয় ব্যাংক শুক্রবার জানিয়েছে, কোনও বিলম্ব ছাড়াই কাতারের ভেতরে লেনদেনের ক্ষেত্রে নিশ্চয়তা দিচ্ছে। ব্যাংকটি আরও জানিয়েছে, কাতারের সব ব্যাংক ও বিদেশি মুদ্রা বিনিময় কোম্পানি স্বাভাবিক সময়ের মতো কাতারি রিয়ালে লেনদেনে প্রতিশ্রুতিবদ্ধ।

বিভিন্ন মুদ্রা বিনিময় কোম্পানি কাতারি রিয়ালে লেনদেন বন্ধ করে দিয়েছে- এমন খবর বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার কাতারের কেন্দ্রীয় ব্যাংক এই বিবৃতি দেয়। বিবৃতিতে কাতারি রিয়ালে লেনদেন বন্ধের খবরকে ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে।

বিদেশি মুদ্রা বিনিময় কোম্পানি ট্রাভেলেক্স বৃহস্পতিবার জানায়, সংক্ষিপ্ত বিরতির পর পুনরায় বৈশ্বিকভাবে কাতারি রিয়ালে লেনদেন শুরু করেছে কোম্পানিটি।

৫ জুন সন্ত্রাসবাদের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসরসহ ৬ দেশ। এরপর থেকেই উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে কাতারের সম্পর্কের অবনতি ঘটতে থাকে। সূত্র: মিডল ইস্ট মনিটর।

/এএ/