ডায়ানার মৃত্যুর পর উইলিয়াম ও হ্যারিকে আগলে রেখেছিলেন রানি

wire-1188007-1503465938-126_634x417প্রিন্সেস ডায়ানার মৃত্যুর তার দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও হ্যারিকে ব্রিটেনজুড়ে যে শোক ও আবেগময় পরিস্থিতি ছড়িয়ে পড়েছিল তা থেকে আগলে রেখেছিলেন ব্রিটেনের রানি ও প্রিন্স চার্লস।

২০ বছর আগে ডায়ানার মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছিল পুরো ব্রিটেন। এই আবেগের ঢেউ যাতে মা-হারা দুই ছেলের উপর প্রভাব না পড়ে সেজন্য রক্ষাকর্তায় ভূমিকায় নিয়েছিলেন রানি। ফলে ওই সময়কার পরিস্থিতি সম্পর্কে কিছুই জানতেন না উইলিয়াম ও হ্যারি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি তথ্যচিত্রতে এই কথাগুলো জানিয়েছেন প্রিন্স উইলিয়াম। তথ্যচিত্রটি রবিবার সম্প্রচারিত হবে। এতে উইলিয়াম ও হ্যারি ওই সময়কার কিছু স্মৃতি তুলে ধরেছেন।

prince-william-prince-harry-gty-mt-170822_4x3_992

উইলিয়াম বলেন, ওই সময় আমার দাদি তার দুই নাতিকে আগলে রাখতে চেয়েছিলেন। বাবাও একই কাজ করেছেন। দাদি ইচ্ছাকরেই পত্রিকাগুলো সরিয়ে রাখতেন যাতে করে আমরা পরিস্থিতি সম্পর্কে জানতে না পারি। ফলে বাসায় এ বিষয়ক কিছুই ছিল না। মায়ের মৃত্যু নিয়ে কী ঘটছে আমরা কিছুই জানতাম না।

সবার কাছ থেকে দূরে রেখে একান্তে শোক পালনের সুযোগ দেওয়ার জন্য উইলিয়াম রানির প্রতি কৃতজ্ঞতা জানান।

এই তথ্যচিত্রটি নির্মাণ করছেন পুরস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা হেনরি সিঙ্গার। এতে প্যারিসে গাড়ি দুর্ঘটনায় ডায়ানার মৃত্যুর পর সাতদিনের ঘটনাবলী তুলে আনার চেষ্টা করা হয়েছে রাজনীতিক, পরিবার ও বন্ধুদের বক্তব্যের মধ্য দিয়ে। ডায়ানার মৃত্যুর ২০ বছর পূর্তিতে এই তথ্য চিত্র নির্মাণ করা হচ্ছে।

সূত্র: গার্ডিয়ান।