প্রিন্স হ্যারিকে যুদ্ধের আহ্বান আইএস সদস্যের

ব্রিটিশ প্রিন্স হ্যারিকে সরাসরি যুদ্ধের আহ্বান এবং নরকের আগুনে পাঠানোর হুমকি দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)-র এক সদস্য। আইএসের সিঙ্গাপুর শাখার সদস্য হিসেবে নিজেকে আবু উকাইল দাবি এক ভিডিও বার্তায় এই আহ্বান জানায় সে।

harry_3596999k

সাড়ে তিন মিনিটের ভিডিও বার্তায় আবু উকাইল লন্ডনে সন্ত্রাসী হামলায় হ্যারির বক্তব্যের কথা ইঙ্গিত করে বলে, ‘হ্যারিকে বলছি, সিঙ্গাপুরে আসো এবং লন্ডন হামলায় সহানভুতি পাওয়ার জন্য এ ধরনের কথা বলো। যদি তুমি সত্যিকার পুরুষ হয়ে থাকো তাহলে কেন এখানে এসে আমাদের সঙ্গে যুদ্ধ করছ না? তাহলে আমরা তোমাকে ও তোমার অ্যাপাচিকে (হেলিকপ্টার) নরকের আগুনে পাঠাতে পারতাম।’

এখানে অ্যাপাচি হেলিকপ্টারের কথা উল্লেখ করে যুক্তরাজ্যের সেনাবাহিনীর সাবেক সদস্য হ্যারির আফগানিস্তানে যুদ্ধে অ্যাপাচি হেলিকপ্টার নিয়ে আক্রমণ করার ঘটনাকে  উল্লেখ করা হয়েছে।

চলতি বছর জুনে হ্যারি সিঙ্গাপুর সফরে থাকা অবস্থায় লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে পথচারীদের ওপর গাড়ি তুলে দেওয়া ও রেস্তোরাঁয় ছুরিকাঘাতে আটজন নিহত হয়েছিলেন। সিঙ্গাপুরে দেওয়া এক ভাষণে ওই হামলার কথা উল্লেখ করেছিলেন হ্যারি।

সিঙ্গাপুর কর্তৃপক্ষ ভিডিওতে কথা বলা ব্যক্তিকে ৩৯ বছরের মেগাত শাহদান বিন আব্দুল সামাদ নামের ব্যক্তি বলে শনাক্ত করেছে। ২০১৪ সালে সামাদ সিঙ্গাপুর ছেড়ে মধ্যপ্রাচ্যে চলে যায়।

সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়,  ‘আমাদের নিরাপত্তা সংস্থাগুলো সিঙ্গাপুরের এক নাগরিকের বর্তমানে সিরিয়ায় অবস্থানের কথা জানতে পেরেছে। তার নাম মেগাত শাহদান বিন আব্দুল সামাদ (৩৯) এবং তার কর্মকাণ্ডতে নজর রাখা হচ্ছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ভিডিওতে  আবু উকাইল ‍পরিচয় দেওয়া ব্যক্তি শাহদান বলেই আমরা মনে করছি।

প্রিন্স হ্যারি বর্তমানে কানাডার টরেন্টোতে অবস্থান করছেন। সেখানে যুদ্ধাহত সেনাদের জন্য তহবিল সংগ্রহের এক উদ্যোগে অংশগ্রহণ করছেন তিনি।