দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ীর উদ্যোগ

VISION-2020-logoদৃষ্টি প্রতিবন্ধীদের বিষয়ে সচেতনতা তৈরি ও তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে উত্তর-পশ্চিম ইংল্যান্ডে বাংলাদেশি বংশোদ্ভূত রেস্টুরেন্ট ব্যবসায়ীর উদ্যোগে আয়োজিত হয়েছে এক অর্থসংগ্রহ কর্মসূচির। সংশ্লিষ্ট ব্যবসায়ী হারুন মিয়া অ্যাক্রিংটনের ক্লেটন লি মুরসে অবস্থিত বালতিস্তান রেস্টুরেন্টটির মালিক।
রোটারি ক্লাব অব চার্চ অ্যান্ড অসওয়াল্ডউইসেল এবং বাংলাদেশের রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের যৌথ উদ্যোগে রোটারি ভিশন ২০২০ প্রকল্পের অধীনে দুই বছর মেয়াদি কর্মসূচির জন্য হারুন মিয়ার রেস্টুরেন্টে এই অর্থ সংগ্রহ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চার্চ অ্যান্ড অসওয়াল্ডউইসেল রোটারির সভাপতি লিন্ডন হিপ বলেছেন, ‘এ কর্মসূচিতে ৭৭ জন ব্যক্তির অনুদান দেওয়ার ঘটনাটি অত্যন্ত হৃদয়গ্রাহী। হারুন সাহেব নিশ্চিতভাবেই এ নিয়ে গর্ব করতে পারেন।’
সংগৃহীত অর্থ থেকে সিলেটের গ্রামীণ এলাকায় বসবাসরত দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের হাসপাতালের চিকিৎসা ব্যয় নির্বাহ ও ওষুধ ক্রয়ের জন্য অনুদান দেওয়া হবে।