ইইউ সম্মেলনের আগে বৈঠকে বসছেন আইরিশ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের সম্মেলনের আগ মুহূর্তে ব্রাসেলসে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

d3ca3fbb9d23122401eefacc9eb2f17971ab1a2f8006b9b3de1dc3fbb5549b48_4110511

আইরিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র বুধবার আয়ারল্যান্ড সফরের কথা ছিল। কিন্তু তার প্রধানমন্ত্রিত্ব নিয়ে আস্থা ভোটের কারণে ওইদিন ডাবলিন যেতে পারেননি। আস্থা ভোটে টিকে যাওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইইউ সম্মেলনে যোগ দিচ্ছেন থেরেসা মে। ব্রেক্সিটের পর আইরিশ সীমানা উন্মুক্ত রাখার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের কাছ থেকে আইনবদ্ধ অঙ্গীকার আদায়ের চেষ্টা করবেন তিনি। 

থেরেসার ব্রেক্সিট চুক্তি নিয়ে এমপিদের বিরোধিতার মুখে পড়ার ক্ষেত্রে আইরিশ সীমান্ত প্রশ্নটিই মূল। পরিস্থিতি বিশ্লেষণের মধ্য দিয়ে বিবিসির ধারণা, ইউরোপীয় ইউনিয়ন হয়তো চুক্তিটি নিয়ে পুনঃ আলোচনা করবে না। তবে অস্থায়ীভাবে আইরিশ ব্যাকস্টপ (আইরিশ সীমান্ত উন্মুক্ত রাখা) চালু রাখার ব্যাপারটিকে আরও জোরালোভাবে নিশ্চিত করতে পারে তারা।