কুয়েতে সামরিক ঘাঁটি স্থাপন করবে যুক্তরাজ্য

কুয়েতে একটি সামরিক ঘাঁটি গড়ে তুলবে যুক্তরাজ্য। এ লক্ষ্যে উভয় দেশ একটি সমঝোতায় পৌঁছেছে।  চুক্তি অনুযায়ী, কুয়েতের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য দেশটিতে একটি নৌঘাঁটি স্থাপন করবে যুক্তরাজ্য। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এখবর জানিয়েছে।

645x344-uk-reaches-agreement-with-kuwait-to-establish-military-base-report-says-1544704468920

নাম উল্লেখ না করা এক কূটনীতিককে উল্লেখ করে কুয়েতের দৈনিক পত্রিকা আল-রাই জানায়, যৌথ স্টিয়ারিং কমিটি যুক্তরাজ্য ও কুয়েতের সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বৈঠক করবে। এর মধ্যে রয়েছে সামরিক, নিরাপত্তা, অর্থনীতি, সংস্কৃতি ও শিক্ষার মতো ইস্যু গুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা।

উপ-পররাষ্ট্রমন্ত্রী খালিদ আল-জারাল্লাহ জানান, প্রতিবেশী সৌদি আরবের সঙ্গে সীমান্ত বিরোধের সঙ্গে ব্রিটিশ ঘাঁটি স্থাপনের কোনও সম্পর্ক নেই।

কুয়েতের আরেকটি দৈনিক পত্রিকা আল-কাবাস নাম প্রকাশ না করা একটি সূত্রকে উদ্ধৃত করে জানায়, ব্রিটিশ ঘাঁটি খুব বড় হবে না এবং শিগগিরই কাজ শুরু করবে।

এর আগে অক্টোবরে কুয়েতে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত বলেছিলেন, কুয়েতের ব্রিটিশ বাহিনীর উপস্থিতির বিষয়ে আভিযানিক ও আনুষাঙ্গিক বিষয় নিয়ে ডিসেম্বরে আলোচনা হবে।