যুক্তরাজ্যে ৫০ বছরের বেশি বয়সীদের টিকাদানের লক্ষ্যমাত্রা অর্জন

৫০ বছরের বেশি বয়সীদের টিকাদানের লক্ষ্যমাত্রা অর্জন করে ফেলেছে যুক্তরাজ্য। দেশটির সরকার জানিয়েছে মধ্য এপ্রিলের নাগাদ এই বয়সসীমার সবাইকে টিকা গ্রহণের প্রস্তাব দেওয়া সম্ভব হয়েছে। আর ৯৫ শতাংশ অন্তত এক ডোজ টিকা গ্রহণ করে ফেলেছেন। মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মঙ্গলবার থেকে দ্বিতীয় ধাপের টিকাদান কর্মসূচি শুরু করেছে যুক্তরাজ্য। এই ধাপে ৪৫ থেকে ৪৯ বছর বয়সীদের টিকা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

করোনা মহামারিতে ইউরোপে সবচেয়ে বিপর্যস্ত দেশ যুক্তরাজ্য। দেশটিতে এক লাখ ২৭ হাজারের বেশি মানুষের করোনায় মৃত্যু হয়েছে। তবে দ্রুত টিকাদান এবং দেশজুড়ে লকডাউন আরোপ করে ত্বড়িৎ গতিতে সংক্রমণ ও মৃত্যু কমিয়েছে দেশটি।

বর্তমানে লকডাউনের বিধিনিষেধ তুলে নেওয়া শুরু করেছে যুক্তরাজ্য। অত্যাবশ্যকীয় নয় এমন দোকান, সেলুন, ব্যায়ামাগার এবং রেস্টুরেন্ট সোমবার থেকে খুলে দেওয়া শুরু হয়েছে।