ভাইরাল হলো আশির দশকে ইমেইল চেক করার ভিডিও

তথ্য-প্রযুক্তির উৎকর্ষের ফলে এখন হাতের মোবাইল ফোন বা কম্পিউটার দিয়ে ইমেইল পাঠাতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে। কিন্তু আশির দশকে কীভাবে পাঠানো হতো ইমেইল? সম্প্রতি ওই সময়ে ইমেইল করার একটি ভিডিও টুইটারে প্রকাশ করা হয়েছে। আর তা দেখে অবাক নেটিজেনরা। দ্রুতই তা ভাইরাল হয়ে গেছে।

ভিডিওটি পোস্ট করেছেন ব্রিটিশ সংবাদ উপস্থাপক জন এর্লিচম্যান। ১৯৮৪ সালের ২ মিনিট ২০ সেকেন্ডের ভিডিওতে দেখানো হয়েছে ট্রেন ভ্রমণের সময় কীভাবে ইমেইল করা হত।

নেটিজেনদের আগ্রহের কেন্দ্রে রয়েছে ভিডিওতে ইমেইল পাঠানোর কাছে ব্যবহৃত মডেমটি। তবে বেশিরভাগ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ইমেল প্রেরণ এবং গ্রহণের সঙ্গে জড়িত পুরো প্রক্রিয়াটি দেখে এই সময় অবাক হচ্ছেন।

ভিডিওটিতে দেখা গেছে, একজন ব্যক্তি ট্রেনে চলার সময় একটি বহনযোগ্য কম্পিউটারে ইমেইল পড়ার চেষ্টা করে চলেছেন। তখন তিনি একটি বৃহৎ আকারের মডেম ব্যবহার করতে চান হন সংযোগ স্থাপনের জন্য এবং একটি ফোন রিসিভারের সঙ্গে সংযুক্ত করতে থাকেন। তবে সেই পে-ফোনে মুদ্রার অভাবে সংযোগ প্রক্রিয়াটি অসম্পূর্ণই থেকে যায়।

এতে যে কম্পিউটারটি দেখা গেছে সেটি একটি টিআরএস -৮০ মডেল ১০০, যা ১৯৮৩ সালে জাপানে প্রথম বিক্রি হয়েছিল।

ভিডিওতে পরের অংশে ওই ব্যবসায়ীকে একটি হোটেলের ঘরের ভিতরে বসে থাকতে দেখা যায়, তিনি লন্ডনের একটি নম্বর এবং কম্পিউটারের নম্বর ডায়াল করেন। পরবর্তী পদক্ষেপে, তিনি ফোনে মডেম সংযুক্ত করেন। তারপরে তিনি পোর্টেবল কম্পিউটারে স্ক্রিন এবং ছোট কীবোর্ড ব্যবহার করে বিস্তারিত টাইপ করেন।সূত্র: কলকাতা ২৪