তালেবানের হয়ে লড়াই করছে ‘ব্রিটিশ জিহাদিরা’

আফগানিস্তানে দ্রুত বিভিন্ন প্রাদেশিক রাজধানীর দখল নিচ্ছে তালেবান। দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গজনি এরইমধ্যে তাদের দখলে গেছে। আফগান বাহিনীর কাছ থেকে আঞ্চলিক দখল নেওয়ার এই লড়াইয়ে গোপনে দেশটিতে প্রবেশ করে তালেবানের হয়ে লড়াই করছে ব্রিটিশ জিহাদিরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তালেবানদের ফোন কলে ব্রিটিশ উচ্চারণ পাওয়ার কথা জানিয়েছেন এক সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা।

ওই সূত্র জানায়, আমরা দুজন ব্রিটিশ ব্যক্তির ফোনালাপ শনাক্ত করেনি। সম্ভবত তাদের বয়স ৩০ বছরের কম। তারা লন্ডন উচ্চারণে স্বাভাবিকভাবে ফোনে কথা বলছিল।

গোয়েন্দা কর্মকর্তা আরও জানান, অন্তর্বর্তী গোয়েন্দা পর্যালোচনায় দেখা যাচ্ছে ব্রিটিশ ব্যক্তি আফগান সরকারের বিরুদ্ধে অস্ত্র হাতে লড়াই করছে। তারা কারা- এ বিষয়ে আমাদের কোনও ধারণা নাই।

খবরে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে ব্রিটিশ জিহাদিরা পাকিস্তানের আদিবাসী এলাকা দিয়ে আফগানিস্তানের যুদ্ধক্ষেত্রে পৌঁছাচ্ছে।

আফগানিস্তানে ব্রিটিশ সেনাদের নেতৃত্ব দেওয়া সাবেক কর্নেল রিচার্ড ক্যাম্প বলেন, ৯/১১-এর আগে ও পরে অনেক ব্রিটিশ ও বিদেশি জিহাদি আফগানিস্তানে গেছে। অনেক ক্ষেত্রে তারা প্রশিক্ষণ নিয়ে, সংগঠিত হয়ে পরে অন্যত্র জিহাদ করতে যায়।

রিচার্ড আরও বলেন, তালেবানের উত্থান যত বেশি হবে জিহাদিরা ততই তাদের নিজেদের দেশে হামলা চালাতে উৎসাহী হবে। একই সঙ্গে আফগানিস্তানে পাড়ি দেওয়া মানুষের সংখ্যাও বাড়বে।

তিনি সতর্ক করে বলেন, যদি দেশটি বা অধিকাংশ ভূখণ্ড তালেবানের নিয়ন্ত্রণে যায় তাহলে ৯/১১-এর আগের মতো জঙ্গিদের স্বর্গরাজ্যে পরিণত হবে।