৩০ বছর পর পৌঁছালো পোস্টকার্ড

দক্ষিণ আমেরিকা থেকে পাঠানো একটি পোস্টকার্ড তার প্রাপকের ঠিকানায় পৌঁছেছে ৩০ বছর পর। ১৯৯১ সালে ব্রিটিশ নৌবাহিনীতে কাজ করার সময় চিলি থেকে এটি পোস্ট করেন নেইল ক্রোকার। ওই সময়ে তিনি এইচএমএস কামবারল্যান্ড জাহাজে করে ফকল্যান্ড দ্বীপ থেকে ফিরছিলেন। এই সপ্তাহে সেই পোস্টকার্ডটি যুক্তরাজ্যের ওয়েমাউথ অঞ্চলে তার শ্বশুরের ঠিকানায় পৌঁছেছে।

নেইল ক্রোকার বলেন তিন দশক পর পোস্টকার্ড পৌঁছানোয় হতবাক হয়েছেন তিনি। তিন মাসের সফরে ফকল্যান্ড দ্বীপ থেকে ফেরার সময় পাঁচ দিনের জন্য চিলির উপকূলে অবস্থান নেয় তাদের জাহাজটি। ওই সময়ে কার্ডটি পোস্ট করা হয়।

নেইল ক্রোকার জানান ওই পোস্টকার্ডে লেখার বিষয়টি তার অস্পষ্টভাবে মনে আছে। সেখানে তিনি মন্তব্য করেছিলেন আবহাওয়া আর উপকূলটা চমৎকার। তিনি বলেন, ‘বেশ কয়েকটি পোস্টকার্ড লিখেছিলাম আর সেগুলো নিয়ে পরে আর চিন্তাই করিনি।’

কার্ডটিতে ‘লন্ডন ১৯৯১’ পোস্টমার্ক থাকায় বোঝা যাচ্ছে এটি সঠিক সময়ে যুক্তরাজ্যে পৌঁছায়। নেইল ক্রোকার বলেন, ‘৩০ বছর ধরে এটা হয়তো বাছাই অফিসের কোথাও পড়ে ছিলো আর ঘটনাক্রমে এটি গন্তব্যে পৌঁছায়। সেই কারণে এটা সত্যিই উল্লেখযোগ্য এক ঘটনা।’

ব্রিটিশ ডাক কর্তৃপক্ষ জানিয়েছে, পোস্টকার্ডটি কোথায় পড়ে ছিলো তা ধারণা করা কঠিন।