আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত যুক্তরাজ্যের

কাবুলে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর আফগানিস্তানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাবের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আফগানিস্তানে তালেবানের জবাবদিহিতা নিশ্চিত করতে হাতে থাকা সব ধরনের উপায় প্রয়োগ করবে লন্ডন।

তালেবানের জবাবদিহিতা কিভাবে নিশ্চিত করা হবে জানতে চাইলে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চূড়ান্তভাবে সহযোগীদের সঙ্গে কাজ করা থেকে শুরু করে, নিষেধাজ্ঞা পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি, সংস্কার এবং আরও অংশগ্রহণমূলক সরকার না হলে সরকারি উন্নয়ন সহায়তা ফিরিয়ে নিতে পারি। আমার ধারণা উপায় আছে।’

নতুন করে নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা রয়েছে কিনা জানতে চাইলে ডোমিনিক রাব বলেন, ‘বিদ্যমান নিষেধাজ্ঞা শিথিলের প্রশ্নও আছে। তালেবানের আচরণের উপরেই নির্ভর করবে আমাদের হাতে থাকা সব আর্থিক উপায়।’