কাবুলে আরও দুইশ' সেনা পাঠাচ্ছে যুক্তরাজ্য

আফগান রাজধানীর নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাওয়ার পর কাবুলে নতুন করে দুইশ’ সেনা পাঠাচ্ছে যুক্তরাজ্য। এনিয়ে দেশটিতে মোট ব্রিটিশ সেনার সংখ্যা হবে নয়শ। এসব সেনা কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব জানিয়েছেন আগামী কয়েক দিনের মধ্যে আফগানিস্তানে অবস্থানরত ব্রিটিশ নাগরিক এবং ব্রিটিশ বাহিনীর সঙ্গে কাজ করেছেন এমন মোট ৩৫০ জনকে ফিরিয়ে নেওয়া হবে। এছাড়া আফগান শরণার্থী গ্রহণের বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।

ডোমিনিক রাব বলেন, আফগানিস্তানের এমন পরিস্থিতি তিনি চাননি কিন্তু নতুন বাস্তবতা মোকাবিলা করতে হবে। তিনি জানান, ব্রিটিশ বাহিনীর সঙ্গে কাজ করা ২৮৯ জন আফগান গত সপ্তাহে যুক্তরাজ্যে পৌঁছেছে।

সোমবার সন্ধ্যায় ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তিন হাজার তিনশ’রও বেশি আফগান অনুবাদক, কর্মী এবং তাদের পরিবারের সদস্যকে যুক্তরাজ্যে পুনর্বাসন করা হয়েছে।