যুক্তরাজ্যে ২২১ মিলিয়ন ডলার মূল্যের ২ টন কোকেন জব্দ

ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে একটি বিলাসবহুল ইয়ট থেকে ২ টন কোকেন জব্দ করেছে যুক্তরাজ্য কর্তৃপক্ষ। শনিবার দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) এই তথ্য জানিয়েছে।

ব্রিটিশ কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় এই অভিযান চালানো হয়। মাদকের ছয় ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত কোকেনের আনুমানিক মূল্য ২২১ মিলিয়ন ডলার। জ্যামাইকার পতাকাবাহী একটি ইয়টে এসব মাদক পাওয়া গেছে।

নিকারাগুয়ের পাঁচ নাগরিকের সঙ্গে এক ব্রিটিশ ব্যক্তিকেও মাদকপাচারে সংশ্লিষ্ট থাকার সন্দেহে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এনসিএ’র উপ-পরিচালক ম্যাট হর্ন বলেন, কোনও সন্দেহ নেই এই মাদকগুলো যুক্তরাজ্যজুড়ে বিভিন্ন কমিউনিটির কাছে বিক্রি করা হত। সূত্র: এনডিটিভি