রাশিয়ার সঙ্গে সংঘাতের ঝুঁকিতে পশ্চিমারা

ব্রিটেনের শীর্ষ সামরিক কর্মকর্তা চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল নিক কার্টার বলেছেন, স্নায়ুযুদ্ধের পর যে কোনও সময়ের চেয়ে পশ্চিমা ও রাশিয়ার মধ্যে দুর্ঘটনাবশত যুদ্ধের বৃহত্তর ঝুঁকি রয়েছে। এখন অনেক প্রচলিত কূটনৈতিক হাতিয়ার প্রায় নেই বললেই চলে। টাইমস রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন।

জেনারেল নিক কার্টার বলেন, বহুমুখী বিশ্বের নতুন যুগে উত্তেজনার বৃহৎ ঝুঁকি রয়েছে। এই যুগে বিভিন্ন সরকার ভিন্ন উদ্দেশ্য ও ভিন্ন এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে।

তিনি বলেন, আমার মনে হয় আমাদের সতর্ক হতে হবে। কারণ আমাদের রাজনীতির কিছু যুদ্ধবাজ প্রকৃতি অনেক মানুষ পছন্দ করেন না।

সম্প্রতি বেলারুশ-পোল্যান্ড সীমান্তে অভিবাসীদের জড়ো হওয়া নিয়ে পূর্ব ইউরোপে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অভিযোগ করেছে, বেলারুশ এসব অভিবাসীদের ইচ্ছাকৃতভাবে জড়ো করছে এবং পোল্যান্ডের জন্য সংকট তৈরি করছে। বেলারুশের ঘনিষ্ঠ মিত্র রাশিয়াকেও বিরোধে টেনে আনা হয়েছে। এতে করে ন্যাটো ও রাশিয়ার সম্পর্কে বিরোধ দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

কার্টার বলেন, স্বৈরাচারী প্রতিদ্বন্দ্বিরা তাদের কাছে থাকা যে কোনও অস্ত্র ব্যবহার করতে রাজি। এমন অস্ত্রের মধ্যে রয়েছে– অভিবাসী, গ্যাসের মূল্যবৃদ্ধি, প্রক্সি বাহিনী বা সাইবার হামলা। যুদ্ধের চরিত্র বদলে গেছে।

তিনি বলেন, স্নায়ুযুদ্ধে দ্বিমুখী বিশ্ব এবং পরে যুক্তরাষ্ট্রের একক কর্তৃত্ব এখন বহুমুখী বিশ্বে জটিল পরিস্থিতিতে রয়েছেন কূটনীতিকরা। স্নায়ুযুদ্ধে চিরাচরিত কূটনৈতিক হাতিয়ার ও মেকানিজম এখন আর নেই। এসব ছাড়া উত্তেজনা বাড়ার বড় ঝুঁকি রয়েছে বা এই উত্তেজনা ভুল হিসাব নিকাশে নিয়ে যেতে পারে। ফলে আমার মনে হয় এটিই মূল চ্যালেঞ্জ, যা আমাদের মোকাবিলা করতে হবে। সূত্র: রয়টার্স