হামাসকে নিষিদ্ধ করতে যাচ্ছে ব্রিটেন

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে নিষিদ্ধ করতে যাচ্ছে ব্রিটেন। গোষ্ঠীটিকে সন্ত্রাসবাদ আইনের অধীনে নিষিদ্ধ করার পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

শুক্রবার খবরে বলা হয়েছে, হামাস সংগঠনের প্রতি সমর্থন, দলটির পতাকা উড়ানো এমনকি সংগঠনের জন্য কোনও সভা আয়োজন করা আইনের লঙ্ঘন হবে। নিষিদ্ধের বিষয়ে ওয়াশিংটনে ঘোষণা দেওয়ার কথা রয়েছে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের। এছাড়া আগামী সপ্তাহে সংসদেও উত্থাপন করা হবে বলেও জানা গেছে।

এর আগে হামাসকে সন্ত্রাসী সংগঠন অ্যাখা দেয় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন- ইইউ এবং ইসরাইল। তবে ইজ আল-দ্বীন আল-কাসেম ব্রিগেডসকে নিষিদ্ধ করে ব্রিটেন। তবে এবার ব্রিটেন হামাসকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের খবরে স্বাগত জানিয়েছে ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেত।

গাজা ভূখণ্ড, পশ্চিম তীর সুরক্ষায় ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করে আসছে হামাস। তবে পশ্চিমা বিশ্ব হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে আসছে।

সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান