মাস্ক বাধ্যতামূলক করার ঘোষণা যুক্তরাজ্যের

ফেস মাস্ক বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। রবিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের মোকাবিলায় মঙ্গলবার থেকে দোকানপাট ও গণপরিবহনে ফেস মাস্ক বাধ্যতামূলক করা হবে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সাজিদ জাভিদ বলেন, সরকারের গৃহীত পদক্ষেপগুলো আসন্ন বড়দিন পরিবারের সঙ্গে উপভোগ করতে সাহায্য করবে।

এর আগে শনিবার আন্তর্জাতিক যাত্রীদের জন্য পিসিআর টেস্ট বাধ্যতামূলক করার ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিদেশি যাত্রীরা যুক্তরাজ্যে প্রবেশের পরপরই তাদের পিসিআর টেস্ট করা হবে। করোনা রিপোর্ট নেগেটিভ না আসা পর্যন্ত তাদের আইসোলেশনে থাকতে হবে।’