চীনকে যে কারণে ধন্যবাদ জানালেন এমআইসিক্স প্রধান

ব্রিটেনের গোয়েন্দা প্রধান চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন। বেইজিংয়ের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় পশ্চিমা গোয়েন্দাদের মনোযোগ কেন্দ্রীভূত করাকে ব্যঙ্গ করে জেমস বন্ড স্পুফ প্রকাশের পর ‘বিনামূল্যে প্রচারের’ জন্য তিনি এই ধন্যবাদ জানান। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

উইঘুর সম্প্রদায় ও সাবেক ব্রিটিশ কলোনি হংকংয়ে স্বৈরাচারী ব্যবস্থা কায়েম নিয়ে চীন ও ব্রিটেনের উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার এমআইসিক্স প্রধান রিচার্ড মুর এই বিরল প্রতিক্রিয়া জানান।

সংস্থায় সি কোডনামের মুর এর আগে বলেছিলেন, চীনের উত্থানের সঙ্গে মানিয়ে নেওয়া গোয়েন্দা সংস্থাগুলোর একক বড় অগ্রাধিকার। চীনের ঋণ ফাঁদ, ডেটা প্রকাশ ও রাজনৈতিক ষড়যন্ত্রের ঝুঁকি নিয়ে তিনি হুঁশিয়ারি জানিয়েছিলেন।

মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এক টুইটারে ব্যঙ্গ করে বলেছে, তারা ব্রিটিশ ও মার্কিন গোয়েন্দাদের গোপন বৈঠকের একটি ফাঁস হওয়া ভিডিও পেয়েছে। যে বৈঠক অনুষ্ঠিত হয় মুর এমআইসিক্সের এজেন্ডায় বেইজিংকে অগ্রাধিকার দেওয়ার পর।

এই টুইটে যুক্ত করা হয়েছে ‘নো টাইম টু ডাই লাফিং’ শিরোনামের একটি ভিডিও ক্লিপ। এতে দুজন চীনা অভিনেতা কাল্পনিক ব্রিটিশ গুপ্তচর জেমস পন্ড ও ব্ল্যাক উইন্ডোকে দেখা গেছে।

এই টুইটের প্রতিক্রিয়া মুর লিখেছেন, আপনাদের আগ্রহের জন্য ধন্যবাদ (এবং অপ্রত্যাশিত বিনা মূল্যের প্রচারের জন্য)।