ব্রিটিশ যুদ্ধজাহাজের সঙ্গে সংঘর্ষ হয়েছিলো রুশ সাবমেরিনের

ব্রিটিশ নৌবাহিনীর এক যুদ্ধজাহাজের সঙ্গে রাশিয়ার একটি সাবমেরিনের সংঘর্ষের খবর দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এক বছরের বেশি সময় আগে উত্তর আটলান্টিকে টহলরত ব্রিটিশ নৌবাহিনীর জাহাজের সঙ্গে এই সংঘর্ষ হয়।

বৃহস্পতিবার ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানান, ২০২০ সালের শেষ দিকে এইচএমএস নর্দাম্বারল্যান্ড জাহাজের সঙ্গে রুশ সাবমেরিনের সংঘর্ষ হয়।

ওই বিবৃতিতে জানানো হয়, যুক্তরাজ্যের প্রতিরক্ষা নিশ্চিত করতে তাদের নৌবাহিনীর জাহাজগুলো প্রায় বিদেশি জাহাজ ও সাবমেরিনের ওপর নজরদারি করে থাকে।

ব্রিটিশ নৌবাহিনী জানিয়েছে, যুক্তরাজ্যের সমুদ্রসীমা এবং দেশের পারমাণবিক সক্ষমতা প্রতিরোধে ২০২০ সালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এইচএমএস নর্দাম্বারল্যান্ড।

সূত্র: সিএনএন