ব্রিটিশ গোয়েন্দাদের পরিচিত ছিলেন টেক্সাসের জিম্মিকারী

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি ইহুদি উপাসনালয়ে চার জনকে জিম্মি করে রাখা ব্রিটিশ নাগরিক দেশটির গোয়েন্দা সংস্থা এমআই৫ এর কাছে পরিচিত ছিলেন। ল্যাঙ্কাশায়ারের বাসিন্দা মালিক ফয়সাল আকরাম ২০২০ সালের শেষ দিকে ব্রিটিশ গোয়েন্দাদের অনুসন্ধানের বিষয় ছিলেন। তবে তাকে আর ঝুঁকিপূর্ণ বিবেচনা না করায় যুক্তরাষ্ট্রে চলে যান তিনি।

স্থানীয় সময় শনিবার (১৫ জানুয়ারি) সকালের প্রার্থনার মধ্যে ঢুকে পড়ে চার জনকে জিম্মি করে হামলাকারী। প্রায় দশ ঘণ্টা পর নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে জিম্মি সকলকে মুক্ত করা হয়। অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে বন্দুকধারীর মৃত্যু হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ব্রিটিশ নিরাপত্তা সংস্থার পর্যবেক্ষণ তালিকায় ছিলেন মালিক ফয়সাল আকরাম। ২০২০ সালের দ্বিতীয়ার্ধে তাকে তদন্তের আওতায় আনা হয়। জিম্মি ঘটনা তদন্তের অংশ হিসেবে দুই ব্রিটিশ তরুণকে হেফাজতে নিয়েছে যুক্তরাজ্যের নিরাপত্তা বাহিনী।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই জিম্মির ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দিয়েছেন এবং যুক্তরাজ্যও এই হামলার নিন্দা জানিয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস এই ঘটনাকে ‘সন্ত্রাসী এবং ইহুদি বিদ্বেষী কর্মকাণ্ড’ আখ্যা দিয়ে বলেছেন, ‘ঘৃণা ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে আমাদের নাগরিকদের স্বাধীনতা এবং অধিকার রক্ষায় আমরা যুক্তরাষ্ট্রের পাশে আছি।’

ধারণা করা হচ্ছে নিউ ইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন আকরাম। সেখানে পৌঁছানোর পরই তিনি হামলায় ব্যবহৃত অস্ত্র কেনেন।