সর্বকালের রেকর্ড ছাড়ালো যুক্তরাজ্যের তাপমাত্রা

তীব্র তাপদাহে পশ্চিম ইউরোপের বেশিরভাগ অঞ্চলেই তীব্র গরম অনুভূত হচ্ছে। সোমবার সবচেয়ে গরম রাত পার করেছে যুক্তরাজ্যে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের কাছে চার্লউডে সাময়িকভাবে তাপমাত্রা রেকর্ড ৩৯.১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এটি নিশ্চিত হলে এটাই হবে যুক্তরাজ্যে এ পর্যন্ত রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা।

ব্রিটিশ আবহাওয়া দফতর জানিয়েছে, ‘আজ সারাদিন তাপমাত্রা আরও বাড়তে পারে’। এছাড়া প্রথমবারের মতো যুক্তরাজ্যের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলেও পূর্বাভাস রয়েছে।

গত কয়েক দিন ধরে চলা তাপদাহের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। সামনের বছরগুলোতে আরও ঘন ঘন তাপদাহ হতে পারে বলেও সতর্ক করছেন তারা।

‌উচ্চ তাপমাত্রার কারণে ইংল্যান্ড ও ওয়েলসের বেশিরভাগ এলাকা জুড়ে নজিরবিহীনভাবে তীব্র গরমের রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সতর্কতা হিসেবে কয়েকটি এলাকার ট্রেন লাইন ও স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।

পরিবহনমন্ত্রী গ্রান্ট শ্যাপস বলেন, ‘আমাদের অনেক অবকাঠামোই এই তাপমাত্রার জন্য বানানো নয়’।

পশ্চিম ফ্রান্সের বেশ কয়েকটি শহর ও নগরে সোমবার রেকর্ড ছাড়ানো তাপমাত্রা নথিবদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর।

সূত্র: এএফপি