ব্রিটে‌নের রাজার অতিথি হলেন কুলাউড়ার বাবর

ব্রিটে‌নের নতুন রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী কুইন কন‌সোর্ট ক্যামিলার সঙ্গে সাক্ষাত করেছেন ব্রিটিশ-বাংলাদেশি সাংবাদিক ও ফান্ডরাইজার আমীন চৌধুরী। স্কটল্যান্ডের রাজধানী এডিনবারার হলিরুডহাউস রাজপ্রাসাদে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে চ্যাডারটন থেকে তিনি অংশ নেন। যুক্তরাজ্যে দক্ষিণ এশীয় ক‌মিউনিটি যে অবদান রাখছে তা উদযাপনের জন্য এই সংবর্ধনা আয়োজন করা হয়।

বাংলা ট্রিবিউন‌কে আমীন চৌধুরী বাবর ব‌লেন, আমি এই আমন্ত্রণ পেয়ে সম্মানিত বোধ ক‌রেছি। এ অনুষ্ঠান ব্রিটে‌নের উন্নয়‌নে দক্ষিণ এশীয় জনগণের অবদানের স্বীকৃতির স্মারক।

আমীন বাবর চৌধুরী গ্রেটার ম্যানচেস্টারের ওল্ডহা‌মের বা‌সিন্দা। তার গ্রা‌মের বাড়ি মৌলভীবাজার জেলায় কুলাউড়ায়।

ব্রিটিশ এডু‌কেশন অ্যাওয়ার্ডের প্রবর্তক আমীন বাবর চৌধুরী এর আগে ম্যানচেস্টারের স্কুল ও হাসপাতা‌লের জন্য তহ‌বিল সংগ্রহের উদ্যোগ নেন।

ব্যক্তি জীব‌নে আমীন বাবর চৌধুরী বিবা‌হিত ও তিন সন্তানের জনক।