প্রিন্স হ্যারির আত্মজীবনী প্রথম দিনে বিক্রি ১৪ লাখ কপি

ব্রিটিশ প্রিন্স হ্যারির আত্মজীবনী ‘স্পেয়ার’-এর ইংরেজি ভাষার সংস্করণ প্রথম দিনে বিক্রি হয়েছে ১৪ লাখ কপি। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় এই বই বিক্রি হয়। বৃহস্পতিবার বইটির প্রকাশক পেঙ্গুইন র‌্যান্ডম হাউজ এই তথ্য জানিয়েছে।

বইটি প্রকাশের পর যুক্তরাজ্যে পরিচালিত জনমত জরিপে প্রিন্স হ্যারির জনপ্রিয়তা যখন হ্রাসের দিকে তখন বই বিক্রির এই সংখ্যা সামনে এলো।

বিশ্বজুড়ে আলোচিত বইটি মঙ্গলবার প্রকাশিত হয়। এতে চার হাই-প্রোফাইল ব্যক্তির প্রচারণামূলক সাক্ষাৎকার রয়েছে। দুনিয়াজুড়ে ১৬টি ভাষায় প্রকাশিত হওয়া বহুল আলোচিত বইটি বাজারে আসতে না আসতেই পাঠকদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে। 

৪১৬ পৃষ্ঠার বইটিতে নিজের শৈশব, মাকে হারানোর পরবর্তী অবস্থা, ব্রিটিশ সেনাবাহিনীর সঙ্গে আফগানিস্তানে নিজের দায়িত্ব পালনের বিশদ বিবরণ দিয়েছেন প্রিন্স।

স্পেয়ারের বিভিন্ন অংশ ফাঁস হওয়া ছাড়াও গত সপ্তাহে স্পেনে নির্ধারিত সময়ের আগেই ভুলবশত বইটির কিছু কপি বিক্রি হয়ে যায়।

বইটি সম্পর্কে ব্রিটিশ রাজপরিবারের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: এএফপি