ওয়াল স্ট্রিটে দেওয়া হিলারির অপ্রকাশ্য ভাষণ ফাঁস করল উইকিলিকস

হিলারি ক্লিনটনআসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের ওয়াল স্ট্রিটে দেওয়া অপ্রকাশ্য ভাষণ ফাঁস করেছে উইকিলিকস। ওই ভাষণে হিলারি মার্কিন ব্যাংকারদের বলেন, যুক্তরাষ্ট্রের আর্থিক খাত সংস্কারের জন্য ওয়াল স্ট্রিটের পরামর্শই সবচেয়ে উৎকৃষ্ট।

হিলারি ক্লিনটন ২০১৩ থেকে ২০১৪ সালে দেওয়া এসব ভাষণের অনুলিখন প্রকাশে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন। প্রাইমারির সময় ডেমোক্রেটিক দলের তার প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স এসব ভাষণের অনুলিখন প্রকাশের দাবি জানিয়েছিলেন। ধারণা করা হয়, এসব ভাষণে ২৬ মিলিয়ন ডলার উপার্জন করেছিলেন হিলারি।

ভাষণে হিলারি ‘মুক্ত বাণিজ্য ও উন্মুক্ত সীমান্তের’ পক্ষে অবস্থান নেন। নির্বাচনে হিলারির প্রধান প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচনি প্রতিশ্রুতিতে মার্কিন বাণিজ্য চুক্তিগুলো পুনরায় বিবেচনার কথা বলে আসছেন।

ভাষণের ফাঁস হওয়া সার সংক্ষেপে দেখা যায়, অনুষ্ঠানটি ২০১৩ সালের অক্টোবরে আয়োজন করে গোল্ডম্যান স্যাকস। ভাষণে হিলারি আর্থিক সংস্কারে ওয়াল স্ট্রিটের পরামর্শের প্রয়োজনীয়তা তুলে ধরেন।   

ব্রাজিলিয়ান ব্যাংক আয়োজিত ২০১৩ সালে আরেকটি ভাষণে হিলারি সাধারণ বাণিজ্যিক বাজারের স্বপ্নের কথা উল্লেখ করেন।

হিলারি ক্লিনটনের বহুল আলোচিত এই ভাষণ এমন এক সময় ফাঁস হলো যখন যুক্তরাষ্ট্র সরকারিভাবে মার্কিন নির্বাচন প্রভাবিত করার চেষ্টার দায়ে রাশিয়াকে অভিযুক্ত করছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, রাজনৈতিক দলগুলোর ওপর সাইবার হামলা চালিয়ে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। যদিও রাশিয়া এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সূত্র: বিবিসি।

/এএ/