ট্রাম্পের বিরুদ্ধে কিশোরী ধর্ষণ মামলার শুনানি শুরু হচ্ছে

56মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার শুনানি শুরু হতে যাচ্ছে। আগামী ১৬ ডিসেম্বর নিউ ইয়র্কের একটি আদালতে এ শুনানির দিন ধার্য্য করেছেন বিচারক। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এ খবর জানিয়েছে।

অভিযোগে বলা হয়েছে, ১৯৯৪ সালে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণ করেছেন ট্রাম্প। এতে টিফানি ডো নামে এক প্রত্যক্ষদর্শীকে স্বাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। স্বাক্ষী টিফানি বলেছেন, তিনি দেখেছেন জোন ডো নামের কিশোরিকে ট্রাম্প এবং কোটিপতি জেফ্রি এপস্টেইন বার বার একাধিকবার ধর্ষণ করেছেন।

অভিযোগে আরও বলা হয়েছে, এপস্টেইন এক অজ্ঞাত নারীকে ভাড়া করেন তার পার্টিতে কিশোরিদের নিয়ে আসার জন্য।

ট্রাম্প এ অভিযোগ অস্বীকার করে আসছেন। ট্রাম্প এ অভিযোগকে ঢাহা মিথ্যা বলে উল্লেখ করেছেন। তার আইনজীবী অ্যালানা গার্টেন জানান,  জনপ্রিয়তা পাওয়ার জন্যই তার মক্কেলের বিরুদ্ধে এমন অভিযোগ দায়ের করা হয়েছে।

বিচারক রনি আব্রামস উভয়পক্ষকে প্রয়োজনীয় নথিপত্র দিয়ে আদালতকে সহযোগিতা করা আহ্বান জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

/এএ/