ভোট পুনর্গণনা: পেনলিসভানিয়াতে গ্রিন পার্টির কৌশল বদল

_92808835_gettyimages-627006184সম্প্রতি অনুষ্ঠিত মার্কিন নির্বাচনের ভোট পুনর্গণনায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে নিজেদের কৌশলের পরিবর্তন করছে জিল স্টেইনের নেতৃত্বাধীন গ্রিন পার্টি।  পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের আদালতে ভোট পুনর্গণনার আবেদন জমা দেওয়া আগে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কেন্দ্রীয় আদালতেও যাবেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

দলটির প্রধান জিল স্টেইন পেনসিলভানিয়া, মিশিগান ও উইসকনসিনে ভোট পুনর্গণনার জন্য কাজ করে যাচ্ছেন। এ তিনটি অঙ্গরাজ্যে খুব অল্প ব্যবধানে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে হারিয়েছেন।

পেনসিলভানিয়ার আদালতে আবেদন জমা দেওয়ার দুদিন আগে গ্রিন পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কেন্দ্রীয় আদালতেও (ফেডারেল কোর্ট) যাবেন। পেনসিলভানিয়াতে ট্রাম্প ৪৯ হাজার ভোটে ও মাত্র ১ শতাংশ ব্যবধানে জয়ী হয়েছেন।

তাদের দাবি, পেনসিলভানিয়া আদালত ভোট পুনর্গণনার জন্য যে জামানত দিতে বলেছে তা এ অঙ্গরাজ্যের ভোটারদের পক্ষে বহন করার সম্ভব নয়। তাই তারা ফেডারেল কোর্টের শরণাপন্ন হবেন।

বিবিসির খবরে বলা হয়েছে, ট্রাম্প সমর্থকরা ভোট পুনর্গণনায় বাধা দেওয়ার চেষ্টা করছেন। আদালত যাতে করে ভোট পুনর্গণনার  আবেদন খারিজ করে, সেজন্য তারা উদ্যোগ নিচ্ছেন। তবে জিল স্টেইনের ভোট পুনর্গণনা কর্মসূচির আইনজীবী জানিয়েছেন, তারা এ কর্মসূচি চালিয়ে যাবেন। এক বিবৃতিতে জনাথন আবাদি বলেছেন, পেনসিলভানিয়ার পুরো অঙ্গরাজ্যে ভোট পুনর্গণনার জন্য স্টেইন কাজ চালিয়ে যাবেন। এটা নিয়ে কোনও ভ্রান্তির সুযোগ নেই। আমরা সব আমেরিকানদের নাগরিক ও ভোটের অধিকার রক্ষায় সংগ্রাম করতে প্রতিশ্রুতিবদ্ধ।

জিল স্টেইন এবারের নির্বাচনে গ্রিন পার্টির হয়ে প্রেসিডেন্ট পদ প্রার্থী ছিলেন। ভোট গণনার ক্ষেত্রে তিনি যান্ত্রিক ও মানবসৃষ্ট ত্রুটির অভিযোগে পুনর্গণনার জন্য কাজ করে যাচ্ছেন। তার দাবি, হ্যাকিংয়ের মাধ্যমে ভোট গণনা প্রভাবিত হয়েছে। তবে তারা এ অভিযোগের কোনও প্রমাণ হাজির করতে পারেননি এখন পর্যন্ত।

জিল স্টেইনের আবেদনের ফলে ইতোমধ্যে উইসকনসিন অঙ্গরাজ্যে ভোট পুনর্গণনা শুরু হয়েছে। এ রাজ্যে ২২ হাজার ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন ট্রাম্প। শুক্রবার ভোট পুনর্গণনা স্থগিত করার আদেশ চেয়ে করা ট্রাম্প সমর্থকদের একটি আবেদন খারিজ করেছে রাজ্যটির আদালত। 

মিশিগান অঙ্গরাজ্যেও আগামী সপ্তাহে ভোট পুনর্গণনা শুরু হবে। এখানে ট্রাম্প ১০ হাজার ৭০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

নির্বাচনে হেরে যাওয়ার পর থেকেই ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন নিশ্চুপ রয়েছেন। তবে তারা প্রচারণা শিবির থেকে জানা হয়েছে, ভোট পুনর্গণনার ক্ষেত্রে তারা জিল স্টেইনকে সহযোগিতা করবেন।

এ তিনটি অঙ্গরাজ্যে ভোট পুনর্গণনা করার জন্য আবেদন করতে প্রায় ৬ মিলিয়ন ডলার প্রয়োজন। তহবিল সংগ্রহের মধ্য দিয়ে এ অর্থ সংগ্রহ করছেন জিল স্টেইন। সূত্র: বিবিসি।

/এএ/