নির্বাচনে রুশ হ্যাকিংয়ের কোনও প্রভাব ছিল না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার হ্যাকারদের হ্যাকিং সুযোগ দেওয়ার জন্য ডেমোক্র্যাটিক পার্টির অবহেলাকেই দায়ী করেছেন।

ডোনাল্ড ট্রাম্প




ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফলে বিদেশি শক্তির হ্যাকিংয়ের কোনও প্রভাব ছিল না। শুক্রবার মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ব্রিফিংয়ের পর এ কথা বলেছেন তিনি। ব্রিফিংয়ে গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হোয়াইট হাউসের দৌড় থেকে হিলারি ক্লিনটনকে ছিটকে ফেলার জন্য নির্দেশ দিয়েছিলেন।

এক বিবৃতিতে ট্রাম্প বলেন, রাশিয়া, চীনসহ অপর দেশ এবং বাইরের বিভিন্ন গোষ্ঠী ও ব্যক্তি ধারাবাহিকভাবে আমাদের সরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সংস্থায় সাইবার হামলা চালানোর জন্য কাজ করে যাচ্ছে। এর মধ্যে ডেমোক্র্যাটিক দলের জাতীয় কমিটিও রয়েছে। তবে নির্বাচনের ফলাফলে এ হ্যাকিংয়ের কোনও প্রভাব ছিল না।

শুক্রবার ট্রাম্প ন্যাশনাল ইন্টেলিজেন্স, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ), ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন ও ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ)-এর পরিচালকদের সঙ্গে বৈঠক করেছেন। নিউ ইয়র্কে অনুষ্ঠিত এ বৈঠকে গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে মার্কিন নির্বাচনে রুশ হ্যাকিং সম্পর্কে ট্রাম্পকে বিস্তারিত জানানো হয়।

শুক্রবারই পৃথক একটি টুইটে ট্রাম্প হ্যাকিংয়ের জন্য ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির অবহেলাকে দায়ী করেছেন। ট্রাম্পের দাবি, ডিএনসির অবহেলার কারণেই হ্যাকাররা কম্পিউটারে অনুপ্রবেশ করতে পেরেছে।

সর্বশেষ মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করে ডোনাল্ড ট্রাম্পকে জয়ী করার জন্য অভিযান চালানোর নির্দেশনা দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এনএসএ, সিআইএ এবং এফবিআই-এর দীর্ঘ প্রতীক্ষিত ওই যৌথ প্রতিবেদনে সুনির্দিষ্টভাবে পুতিনকে দায়ী করা হয়। তিনি তার ‘পছন্দের’ প্রার্থীকে জয়ী করতে নির্বাচনে হস্তক্ষেপ করেছেন বলেও দাবি করা হয়। 

প্রতিবেদনে বলা হয়, ‘আমদের মূল্যায়নে বেরিয়ে এসেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাকে প্রভাবিত করার নির্দেশনা দিয়েছেন। রাশিয়ার লক্ষ্য ছিল মার্কিন গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থাহীনতা তৈরি করা, হিলারি ক্লিনটনকে হেয় প্রতিপন্ন করা এবং নির্বাচনে তার সমর্থনকে প্রভাবিত করে তাকে প্রশ্নবিদ্ধ করা। আমাদের মূল্যায়নে আরও উঠে এসেছে, পুতিন এবং রুশ সরকার প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে জয়ী করার ক্ষেত্রে পরিষ্কার পক্ষপাতিত্ব ছিল।’ সূত্র: আল-জাজিরা।

/এএ/