আফগানিস্তানে আসছে আরও মার্কিন মেরিন সেনা

মার্কিন মেরিন সেনাদের ফাইল ছবিআফগানিস্তানের হেলমান্দ প্রদেশে পুনরায় আরও ৩০০ মার্কিন মেরিন সেনা ফিরছে। সেখানে তারা আফগান বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে ন্যাটো নেতৃত্বাধীন মিশনকে সহায়তা করবে। শুক্রবার মার্কিন মেরিন বাহিনী একথা জানিয়েছে।

ন্যাটো তাদের বাহিনী প্রত্যাহার করে নেওয়ায় ২০১৪ সালে হেলমান্দ থেকে মার্কিন মেরিন সৈন্যদেরও দেশে ফিরিয়ে নেওয়া হয়েছিল। ন্যাটো বাহিনী প্রত্যাহার করে নেওয়ার পর আফগান সেনারা তালেবানের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দেওয়া শুরু করে।

যুক্তরাষ্ট্রে ২০০১ সালে সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানে আমেরিকা প্রথম দফায় যেসব সৈন্য পাঠায় তাদের মধ্যে এসব মেরিন সেনাও ছিল। হেলমান্দ প্রদেশে কয়েক হাজার সেনা মোতায়েন ছিল। উল্লেখ্য, এ প্রদেশে তালেবান জঙ্গিদের সঙ্গে তাদের তুমুল লড়াই হয়।

বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন তাদের মেয়াদকালে আফগানিস্তান থেকে অধিকাংশ মার্কিন সৈন্য প্রত্যাহার করে নেওয়ার আশা করলেও দেশটিতে শেষ পর্যন্ত কিছু সেনা থেকেই যাবে।

আফগানিস্তানে এখনও প্রায় ৮ হাজার ৪০০ মার্কিন সেনা অবস্থান করছে। এর মধ্যেই আবার হেলমান্দে এসব মার্কিন মেরিন সেনাকে পাঠানো হচ্ছে। সূত্র: এএফপি।

/এএ/