ট্রাম্পের ‘অচল’ মন্তব্যে ন্যাটো জোটে ‘উদ্বেগ’

nonameন্যাটোকে ‘অচল’ উল্লেখ করে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে জোটভুক্ত দেশগুলোর মধ্যে ‘উদ্বেগ’ সৃষ্টি করেছে। সোমবার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোটভুক্ত দেশগুলোর এ উদ্বেগের কথা জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক খবরে বিষয়টি জানা গেছে।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমিয়ের জানান, ট্রাম্পের এই মন্তব্য যুক্তরাষ্ট্রের হবু প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক।

ব্রাসেলসে ন্যাটো সেক্রেটারি জেনারেল জেন্স স্টোলেবার্গের সঙ্গে পরামর্শের পর জার্মান পররাষ্ট্রমন্ত্রী জানান, ট্রাম্পের মন্তব্য জোটের মধ্যে উদ্বেগ ও আশঙ্কা তৈরি করেছে। তিনি বলেন, হবু প্রেসিডেন্টের মন্তব্য তার সম্ভাব্য প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সাংঘর্ষিক। কয়েকদিন আগেই ওয়াশিংটনে শুনানিতে হবু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ন্যাটোকে কার্যকর বলে উল্লেখ করেছিলেন। ফলে এখন আমাদের পরবর্তী ঘটনাপ্রবাহ খেয়াল রাখতে হবে।

নিউ ইয়র্কে ব্রিটিশ ও জার্মান দৈনিক পত্রিকাকে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ন্যাটো অনেক, অনেক বছর আগেই তার কার্যকারিতা হারিয়েছে। ন্যাটো অচল কারণ সন্ত্রাস মোকাবিলায় তা কিছুই করছে না।

এছাড়া ন্যাটো জোটের ২৮ সদস্যের মধ্যে বেশিরভাগ দেশই নিজেদের দায়িত্ব পালন করছে না। যদিও ট্রাম্প বলেন, ন্যাটো তার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। সূত্র: বিবিসি।

/এএ/