অবৈধ অভিবাসীদের বিতাড়িত করতে হোমল্যান্ড সিকিউরিটির নতুন নির্দেশনা

nonameযুক্তরাষ্ট্রের অভ্যন্তর ও সীমান্ত থাকা অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাতে আরও কঠোর হচ্ছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি। এ লক্ষ্যে হোমল্যান্ড সিকিউরিটির প্রধান জন এফ. কেলি নতুন নির্দেশনা জারি করেছেন। নির্দেশনা অনুসারে, অবৈধ অভিবাসীদের আটক ও প্রত্যর্পণ আরও দ্রুততর করা হবে। রবিবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে।

জন কেলির জারি করা নতুন নির্দেশনা অনুসারে, অবৈধ অভিবাসীদের আটক ও নিজ দেশে ফেরত পাঠানোর কাজ আরও দ্রুত করতে কয়েক হাজার অতিরিক্ত লোকবল আইনশৃঙ্খলাবাহিনীতে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। এ অতিরিক্ত লোকবলের কাজ হবে অবৈধ অভিবাসীদের আটক করা এবং ফেরত পাঠানোর কাজে সহযোগিতা করা।

কেলির এই নতুন নির্দেশনায় পূর্ববর্তী মার্কিন প্রশাসনের সব নির্দেশনা বাতিল হয়ে যাবে। বিশেষ করে অবৈধ অভিবাসীদের ক্ষেত্রে শুধু অপরাধী ও সন্ত্রাসীকাজে যুক্তদের বিতাড়িত করতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশনা বাদ পড়বে।

নির্দেশনা কেলি বলেছেন, দক্ষিণাঞ্চলীয় সীমান্তে অভিবাসীদের উপস্থিতির অত্যাধিক্যের কারণে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় নিরাপত্তায় বেশ ঝুঁকি তৈরি হয়েছে।

কেলি উল্লেখ করেছেন, ২০১৫ ও ২০১৬ সালে দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে প্রায় ১০ থেকে ১৫ হাজার অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন।

অভিবাসীদের বিতাড়িত করতে হোমল্যান্ড সিকিউরিটির নতুন নির্দেশনার বিষয়ে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, হোয়াইট হাউসের কাউন্সেল অফিস বিষয়টি পর্যালোচনা করছে। এতে কিছুটা পরিবর্তন আসতে পারে।

এই হোয়াইট হাউস কর্মকর্তা এর চেয়ে বেশি কিছু বলতে ও নিজের পরিচয় প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন।

ইতোমধ্যে এ নির্দেশনা কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ও ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশনস সার্ভিসের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। যদিও হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তারা জানিয়েছেন, এ নির্দেশনায় কেলির স্বাক্ষর নেই এবং কেলি তা কখনও অনুমোদন দেননি।  সূত্র: ওয়াশিংটন পোস্ট।

/এএ/