হোয়াইট হাউসে সাংবাদিক প্রবেশ করতে না দেওয়ার সমালোচনায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম

_94842354_038109796-1হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে শীর্ষস্থানীয় কয়েকটি সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়ার ঘটনার তীব্র সমালোচনা চলছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে। শুক্রবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসারের সংবাদ সম্মেলনে এসব সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশ করতে দেওয়া হয়নি।

সংবাদ সম্মেলনে ঢুকতেই দেওয়া হয়নি যেসব সংবাদমাধ্যমের প্রতিনিধি সেগুলোর মধ্যে রয়েছে সিএনএন, নিউ ইয়র্ক টাইমস, পলিটিকো, লস অ্যাঞ্জেলস টাইমস ও বাজফিড। প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচকরা বিখ্যাত সব সংবাদমাধ্যমের সাংবাদিকদের এভাবে হোয়াইট হাউসের কোনও সংবাদ সম্মেলনে অংশ নিতে না দেওয়াকে ‘নজিরবিহীন’ বলে উল্লেখ করছেন।

নিউইয়র্ক টাইমস এ ঘটনার তীব্র সমালোচনা করে বলেছে, এটি যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক আদর্শের অবমাননা, তাতে কোন সন্দেহ নেই।

প্রেসিডেন্ট ট্রাম্প সংবাদমাধ্যমকে আবারও তার ভাষায় ভুয়া খবরের জন্য তীব্র ভাষায় আক্রমণ করেন। আর এর কয়েক ঘণ্টা পরেই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসার এই পদক্ষেপ নেন।

শুক্রবার হোয়াইট হাউসের এই প্রেস কনফারেন্স হওয়ার কথা ছিল ব্রিফিং রুম ও ‘অন ক্যামেরা’। যেসব সাংবাদিকের হোয়াইট হাউসে কাজ করার অনুমতি আছে, তাদের সবাই সেখানে যাওয়ার অনুমতি ছিল। কিন্তু হঠাৎ করে এই সংবাদ সম্মেলনটি বাতিল করা হয় এবং এরপর প্রেস সেক্রেটারি শন স্পাইসার নির্দিষ্ট কিছু সাংবাদিককে তার কক্ষে একটি পৃথক ব্রিফিংয়ে আমন্ত্রণ জানান।

প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ বলে মনে করা হয় এমন সংবাদমাধ্যমের সাংবাদিকদেরই সেখানে দেখা গেছে। এদের মধ্যে ছিল ফক্স নিউজ, ব্রেইটবার্ট নিউজ ও ওয়াশিংটন টাইমস।

হোয়াইট হাউস সংবাদদাতাদের সংগঠন ‘হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জেফ মেসন এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

অন্যদিকে হোয়াইট হাউজের এই পদক্ষেপের প্রতিবাদে কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকরা সংবাদ সম্মেলন বর্জন করেন। এদের মধ্যে আছে এসোসিয়েটেড প্রেস, ইউএসএ টুডে ও টাইম ম্যাগাজিন।

অন্যদিকে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, অনেক সাংবাদিককে যে এই সংবাদ সম্মেলনে প্রবেশ করতে দেওয়া হয়নি সেটা তারা জানতেন না। জানলে তাদের সাংবাদিকও এই সংবাদ সম্মেলন বর্জন করতেন। সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রেস সেক্রেটারি শন স্পাইসারকে জিজ্ঞেস করা হয়েছিল, সিএনএন ও নিউইয়র্ক টাইমসের ওপর হোয়াইট হাউস ক্ষুব্ধ বলেই কি তাদের সেখানে ঢুকতে দেওয়া হয়নি। শন স্পাইসার এই অভিযোগ অস্বীকার করেন। তবে তিনি বলেন, ‘মিথ্যে খবর, মিথ্যে তথ্য পরিবেশন করা হবে আর আমরা বসে বসে দেখবো, তা হবে না।’ সূত্র: এএফপি।

/এএ/