বাংলাদেশের রিজার্ভ চুরিতে উ. কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলার প্রস্তুতি

 

রিজার্ভের অর্থ চুরি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। সংশ্লিষ্টদের বরাত বুধবার মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
গত বছর যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে হ্যাকিংয়ের মাধ্যমে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়।
ওয়ালস্ট্রিটের খবরে বলা হয়েছে, মামলাটি দায়ের করলে, উত্তর কোরিয়ার হ্যাকারদের সহযোগিতাকারী চীনা মধ্যস্বত্বভোগীকেও আসামি করা হতে পারে।
তদন্তের বিষয়বস্তু সম্পর্কে জানানো হয়েছে, এমন একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, লস অ্যাঞ্জেলস ও নিউ ইয়র্কের এফবিআই-এর তদন্ত কর্মকর্তারা মনে করেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির জন্য উত্তর কোরিয়া দায়ী। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের মুখপাত্র মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। নিউ ইয়র্ক ফেডের পক্ষ থেকেও মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে।
ওয়ালস্ট্রিট জানিয়েছে, সম্ভাব্য এ মামলায় উত্তর কোরিয়ার কর্মকর্তাদের আসামি করা নাও হতে পারে। তবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে। এর মধ্য দিয়ে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় ব্যাংক ডাকাতির ঘটনায় যুক্তরাষ্ট্র বিদেশি একটি সরকারের বিরুদ্ধে অভিযোগ আনবে।
গত বছরের সেপ্টেম্বরে এ চুরির ঘটনা ঘটে। ধারণা করা হয়, বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার সিস্টেমে প্রবেশে সুইফট কোড ব্যবহার করে নিউ ইয়র্ক ফেড থেকে প্রায় ১ বিলিয়ন ডলার ট্রান্সফারের চেষ্টা করে। নিউ ইয়র্ক ফেড পুরো অর্থ ট্রান্সফার করতে অস্বীকৃতি জানালেও ৮ কোটি ১০ লাখ ডলার হ্যাকার নির্দেশিত অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়।
গত বছর ডিসেম্বরে বাংলাদেশের তদন্ত কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছিল, বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তাদের সহযোগিতায় কম্পিউটার সিস্টেমে প্রবেশ করেছিল হ্যাকাররা।
সূত্র: রয়টার্স, ওয়ালস্ট্রিট জার্নাল।

/এএ/