রাশিয়ার সঙ্গে কঠোর আলোচনার সময় হয়েছে: ম্যাকমাস্টার

এইচ আর ম্যাকমাস্টারমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে কার্যালয় হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টার বলেছেন, সিরিয়ার সরকারকে সমর্থন ও ইউরোপের নাশকতামূলক কর্মকাণ্ড নিয়ে রাশিয়ার সঙ্গে কঠোর আলোচনার সময় হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ম্যাকমাস্টার জানান, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে রাশিয়া সমর্থন করার কারণেই দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়েছে। যা ইরাক ও প্রতিবেশী এবং ইউরোপজুড়ে সংকট তৈরি করেছে।

ম্যাকমাস্টার বলেন, ভয়াবহ শাসকের প্রতি রাশিয়ার সমর্থন এ সংঘর্ষ তৈরি করেছে। এছাড়া ইউরোপে রাশিয়ার নাশকতামূলক কর্মকাণ্ডও প্রশ্নবিদ্ধ। ফলে আমি মনে করি, এসব বিষয় নিয়ে রাশিয়ার সঙ্গে কঠোর আলোচনা সময় হয়েছে এখন।

এদিকে, রবিবার আইএস ঘাঁটিতে সবচেয়ে বড় বোমা নিক্ষেপের তিনদিনের মাথায় আফগানিস্তান সফর করছেন ম্যাকমাস্টার। বৃহস্পতিবার এ বোমাটি বিস্ফোরণের পর ম্যাকমাস্টারই প্রথম শীর্ষ মার্কিন কর্মকর্তা হিসেবে আফগান সফরে এলেন। তিনি আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক, নিরাপত্তা, সন্ত্রাস মোকাবিলা, সংস্কার ও উন্নয়ন নিয়ে কথা বলেছেন। সূত্র: রয়টার্স।

/এএ/