এবার হবু দম্পতিকে জোর করে নামিয়ে দিলো ইউনাইটেড এয়ার

s4.reutersmedia.netএক চিকিৎসককে টেনেহিঁচড়ে নামিয়ে দেওয়ার বিতর্কের রেশ কাটতে না কাটতে ফের এক হবু দম্পতিকে জোর করে বিমান থেকে নামিয়ে দিয়েছে ইউনাইটেড এয়ার। 

শনিবার টেক্সাসের হিউস্টন থেকে ইউনাইটেড এয়ারে কোস্টারিকা যাওয়ার জন্য বিমানে ওঠেছিলেন মাইকেল হল ও অ্যাম্বার ম্যাক্সওয়েল। বিয়ে করার জন্য কোস্টারিকা যাচ্ছিলেন তারা। ভুল সিটে বসার অভিযোগে তাদেরকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। কর্তৃপক্ষের দাবি, স্বল্পমূল্যের টিকিট কিনে ওই হবু দম্পতি বিলাসবহুল সিটে বসার চেষ্টা করেছেন।

ওই দম্পতির দাবি, ঘটনার দিন তারা বিমানে উঠে দেখেন, তাদের সিটে হাত-পা ছড়িয়ে ঘুমাচ্ছেন এক যাত্রী। আশপাশে অনেক সিটই ফাঁকা থাকায় তারা সেখানে বসার চেষ্টা করেন। কিন্তু বিমানবালা সেখানে বসতে তাদের বাধা দেন। তাদেরকে অন্য কোনও সিটে বসারও ব্যবস্থা করতে পারেননি তিনি।  তখন তারা ইকোনমি ক্লাসের সিটের দিকে এগুতে গেলে তাদের বাধা দেন বিমানবালা।

দম্পতি আরও জানান, এর পরই এক জন আইনশৃঙ্খলাবাহিনীর কর্মকর্তাকে ডেকে আনা হয়। ওই কর্মকর্তা বিমান থেকে নেমে যেতে বলেন। সহযোগিতা করলেও তাদের বিমান থেকে নামিয়ে দেওয়া হয়।

ইউনাইটেড এয়ারের মুখপাত্র জানান, ঘটনার পর দিনই ওই দম্পতিকে বিমানের টিকিট দেওয়া হয়। সঙ্গে হোটেল ভাড়াতেও বড়সড় ছাড়ের বন্দোবস্ত করা হয়।

গত সপ্তাহে এক মার্কিন চিকিৎসককে বিমান থেকে জোর করে নামিয়ে দিয়েছিল ইউনাইটেড। প্রথমে তা নিয়ে কোনও পদক্ষেপ না নিলেও সমালোচনার মুখে পড়ে ক্ষমা চান সংস্থার সিইও। সূত্র: রয়টার্স।

/এএ/