১০ হাজার মার্কিনিকে চাকরি দেবে ভারতীয় আইটি কোম্পানি

s2.reutersmedia.netভারতীয় বহুজাতিক আইটি সেবা দাতা কোম্পানি ইনফোসিস লিমিটেড যুক্তরাষ্ট্রে ১০ হাজার মার্কিন কর্মী নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে। আগামী দুই বছরের মধ্যে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, আগামী দুই বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে চারটি টেকনোলজি কেন্দ্র খুলবে ইনফোসিস। এর মধ্যে একটি ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে চলতি বছরের আগস্ট মাসেই চালু হবে। ইন্ডিয়ানা মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের অঙ্গরাজ্য।

এক টেলিফোন সাক্ষাৱকারে ইনফোসিসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিশাল সিক্কা জানান, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মতো খাতের জন্য এসব মার্কিন কর্মীকে নিয়োগ দেওয়া হবে।

বিশাল জানান, ২০১৪ সাল থেকে প্রতিষ্ঠানটিতে প্রায় ২ হাজার মার্কিন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বলেন,  যুক্তরাষ্ট্রের অবস্থান থেকে বিবেচনা করলে আমেরিকানদের আরও বেশি কাজের সুযোগ সৃষ্টি করা ভালো।

ভারতীয় এই আইটি কোম্পানিটি এইচ১-বি ভিসা কর্মসূচিতে নির্ভর করে লোকবল নিয়োগ দিয়ে আসছিল। সম্প্রতি ট্রাম্প এই ভিসা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন নাগরিকদের কর্মসংস্থান হারানোর জন্য ইনফোসিস, টাটা কনসালটেন্সি সার্ভিস এবং উইপ্রো-এর মতো ভারতীয় কোম্পানিগুলোকে অভিযুক্ত করে আসছেন।  বিদেশি শ্রমিকদের নিয়োগ দিয়ে এসব প্রতিষ্ঠান মার্কিন নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ সীমিত করছে।  এ পরিস্থিতিতে ইনফোসিস দশ হাজার মার্কিন কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে। সূত্র: রয়টার্স।

/এএ/