আইএস’র চেয়ে বড় হুমকি পুতিন: ম্যাককেইন

ভ্লাদিমির পুতিন ও জন ম্যাককেইনরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আইএস-এর চেয়ে বড় হুমকি বলে মন্তব্য করেছেন রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন। সোমবার মার্কিন সংবাদমাধ্যম এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাককেইন এ মন্তব্য করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

পুতিন কর্তৃক বৈশ্বিক নিরাপত্তা হুমকির বিষয়ে জানতে চাইলে ম্যাককেইন বলেন, ‘আমি মনে করি তিনিই (পুতিন) সবার আগে রয়েছেন। তিনিই সবচেয়ে বড় হুমকি, আইএস-এর চেয়েও বেশি।’

কট্টর রাশিয়াবিরোধী বলে পরিচিত এ রিপাবলিকান সিনেটর বলেন, ‘আইএস ভয়াবহ অনেক কিছুই করতে পারে এবং মুসলিম ধর্ম বিশ্বাস নিয়ে অনেক কিছুই ঘটছে, যা নিয়ে আমি উদ্বিগ্ন। কিন্তু রাশিয়ানরা গণতন্ত্রের ভিত্তিকেই ধ্বংস করে দিতে চাচ্ছে। তারা মার্কিন নির্বাচনের ফলও পাল্টে দিতে চায়।’

ম্যাককেইন জানান, রাশিয়ানরা মার্কিন নির্বাচন প্রভাবিত করতে সফল হয়েছে এমন কোনও প্রমাণ দেখেননি তিনি। তবে অবশ্যই তারা চেষ্টা করেছে এবং করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, রাশিয়া ফরাসি নির্বাচনকে প্রভাবিত করতে চেয়েছে, ইউক্রেনের মতো সার্বভৌম একটি রাষ্ট্রকে ভেঙে টুকরো করেছে। এর ফলেই পুতিন সবচেয়ে বড় হুমকি।

মার্কিন সিনেটের আর্মড সার্ভিস কমিটির চেয়ারম্যান ম্যাককেইন জানান, যুক্তরাষ্ট্রের উচিত আর্থিক নিষেধাজ্ঞা জারি রাখা। তিনি অভিযোগ করেন, নভেম্বরের নির্বাচনের পর থেকে যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউসের উপদেষ্টা জ্যারেড কুশনারের রুশ সংযোগের অভিযোগের বিষয়ে ম্যাককেইন বলেন, ‘আমি এটা পছন্দ করি না।’  সূত্র: দ্য গার্ডিয়ান।

/এএ/