ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্র অঙ্গীকারাবদ্ধ: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্পপশ্চিমাদের সামরিক ন্যাটোর কার্যকারিতা নিয়ে সন্দিহান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ন্যাটোর পারস্পরিক প্রতিরক্ষা প্রতিশ্রুতির প্রতি অঙ্গীকারাবদ্ধ। অথচ গত মাসে ব্রাসেলসে ন্যাটো সম্মেলনে তিনি জোটের প্রতি সমর্থন দেননি।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘অনুচ্ছেদ পাঁচের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে। অবশ্যই আমরা ন্যাটো জোটভুক্ত দেশগুলোকে রক্ষা করব।’

ট্রাম্প যুক্তরাষ্ট্রে সফররত রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইওহানিসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি মানুষকে নিশ্চিত করতে চাই যে আমাদের অনেক শক্তিশালী বাহিনী রয়েছে। আর এ শক্তিশালী বাহিনীর জন্যে আমাদের প্রয়োজনীয় অর্থ দিতে হবে।’

এর আগে ২৫ মে ব্রাসেলসে মার্কিন প্রেসিডেন্ট ইউরোপীয় নেতাদের শীর্ষ সম্মেলনে ২৯ জাতির এই জোটের প্রতি প্রকাশ্যে সমর্থন দেননি তিনি। ট্রাম্প দাবি করেছিলেন, ন্যাটোর সব সদস্যকে প্রতিরক্ষা ব্যয় বহন করা উচিত। অনেক দেশ ব্যয় বহন না করার কারণে যুক্তরাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়েছে। যা দেশগুলোর কাছে যুক্তরাষ্ট্রের পাওনা রয়েছে। সূত্র: রয়টার্স।

/এএ/