কাতার সংকট: সৌদি বাদশার সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে কাতারের কূটনৈতিক সংকট নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি বাদশা সালমানের মধ্যে ফোনালাপ হয়েছে। শুক্রবার এই ফোনালাপ হয় বলে জানিয়েছে হোয়াইট হাউস।

king-salman-trump-760504

৫ জুন জঙ্গিবাদে সমর্থনের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসরসহ কয়েকটি দেশ। সম্পর্ক পুনর্গঠনে কাতারকে ১৩টি শর্ত বেঁধে দিয়েছিলো সৌদি জোট। কিন্তু কাতার শর্তগুলো না মানায় নিষেধাজ্ঞা বহাল রেখেছে তারা। সংকট সমাধানে মধ্যস্ততা করছে কুয়েত এবং সহযোগিতা করছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের চারদিনের মধ্যপ্রাচ্য সফর শেষে ট্রাম্প ও সৌদি বাদশা’র এই ফোনালাপ অনুষ্ঠিত হলো। ফোনালাপটি বিস্তারিত জানায়নি হোয়াইট হাউস।

বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জেদ্দাতে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরা ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। জেদ্দা আসার আগে টিলারসন কাতার ছিলেন। এর আগে তিনি কুয়েতের আমিরের সঙ্গে কুয়েত সিটিতে সাক্ষাৎ করেন। সৌদি আরব থেকে পুনরায় তিনি কাতার ফিরে দেশটির আমিরের সঙ্গে বৈঠক করে বৃহস্পতিবার দোহা ছাড়েন।

বৃহস্পতিবার সংকট সমাধানে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কাতার, যুক্তরাষ্ট্র ও কুয়েতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

টিলারসনের এই সফরে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের সন্ত্রাসবাদে অর্থায়নরোধে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। সূত্র: রয়টার্স।

/এএ/