যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে বহুতল ভবনে আগুন, নিহত ৩

f_la_hi_fire_170714.nbcnews-ux-1080-600যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের একটি একটি বহুতল ভবনে  অগ্নিকাণ্ডে অন্তত ৩ জন নিহত হয়েছেন ও বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার ৩৬তলা বিশিষ্ট হনুলুলতে অবস্থিত একটি  অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে আগুন লেগে এই হতাহতের ঘটনা ঘটে।

আগুন নেভাতে অন্তত ১০০ দমকলকর্মী ও দমকল বিভাগের ৩০টির বেশি ইউনিট চেষ্টা চালায়। আগুনে ভবনটির অন্তত  ১২ বাসিন্দা ও এক দমকলকর্মী আহত হয়েছেন। দমকলকর্মীসহ চারজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

কর্তৃপক্ষ আশঙ্কা করছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ভবনটিতে  স্প্রিংকলার পদ্ধতি ছিল না। এই পদ্ধতিতে আগুন বা বড় ধরনের ধোঁয়া দেখা দিলেই স্বয়ংক্রিয়ভাবে পানি ছিটানোর ব্যবস্থা থাকে।

অগ্নিকাণ্ডে অ্যাপার্টমেন্ট ভবনটির চারটির বেশি ফ্ল্যাট সম্পূর্ণভাবে পুড়ে গেছে। আগুনে জানালার কাঁচ ভেঙে নিচে পড়েছে। ভবনটির উপরে আগুনের শিখা ও মোটা কালো ধোঁয়ার কুণ্ডলী অনেক দূর থেকেও দেখা গিয়েছে।

যারা প্রাণ হারিয়েছে তাদের মধ্যে এক নারী ও তার ছেলে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় একটি সংবাদমাধ্যম। ভবনটির ২৬তলায় তাদের মৃত্যু হয়।

মেয়র কির্ক ক্যালডওয়েল টুইটারে জানান, মার্কো পোলো ভবনের আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। সূত্র: ইউএসএ টুডে।

/এএ/