রুশ আঁতাতের কথা অস্বীকার করলেন ট্রাম্পের জামাতা কুশনার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার সিনেট প্যানেলে রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে আঁতাতের বিষয়টি অস্বীকার করবেন। শুধু তিনি নন ট্রাম্পের প্রচারণা শিবিরের কোনও সদস্যও রাশিয়ার সঙ্গে আঁতাত করেননি বলে সিনেটকে জানাবেন তিনি। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

_97055796_040680168-1

সিনেট প্যানেলের বৈঠকের আগেই কুশনার নিজের বক্তব্য প্রকাশ করেছেন। ওই বক্তব্যে তিনি বলেছেন, রাশিয়ার সঙ্গে তার কোনও বেআইনি যোগাযোগ নেই এবং ব্যবসার কাজে রাশিয়ার কোনও ব্যক্তির আর্থিক পৃষ্ঠপোষকতার ওপর তিনি নির্ভর করেন না।

স্পেশাল কাউন্সেলের পাশাপাশি মার্কিন সিনেট ও হাউস অব রিপ্রেজেন্টেটিভ যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি তদন্ত করছে।

৩৬ বছরের কুশনার ট্রাম্পের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা এবং ট্রাম্পের নির্বাচনি প্রচারণার সময় ডিজিটাল কৌশলের দায়িত্বে ছিলেন। তিনি ট্রাম্পের মেয়ে ইভানকাকে বিয়ে করেছেন।

সচরাচর সংবাদমাধ্যমের সামনে না আসা কুশনার সোমবার সিনেট ইন্টেলিজেন্স কমিটির একটি সেশনে উপস্থিত হবে। পরদিন মঙ্গলবার তিনি হাউস অব রিপ্রেজেন্টেটিভের একটি সেশনেও উপস্থিত হবেন।

সিনেট ও হাউস কমিটিতে যে বক্তব্য দেবেন তাতে কুশনার বলবেন, বিদেশি কোনও সরকারের সঙ্গে আমি আঁতাত করিনি। প্রচারণা টিমের কেউ করেছে বলেও জানি না।

অবশ্য বিবৃতিতে তিনি চারবার রুশ কর্মকর্তা বা রাশিয়ার সঙ্গে যোগাযোগ করার কথা স্বীকার করেছেন। প্রচারণার সময় ও পরে এসব যোগাযোগ হয় বলে বিবৃতিতে উল্লেখ করেছেন।

হিলারি ক্লিনটনের বিষয়ে স্পর্শকাতর তথ্য পেতে রুশ আইনজীবী নাতালিয়া ভাসেলনিতস্কায়ার সঙ্গে গত বছর জুন মাসে বৈঠকে উপস্থিত থাকার কথাও স্বীকার করেছেন কুশনার। সূত্র: বিবিসি।

/এএ/