অ্যাটর্নি জেনারেল সেশন্সের ‘ভাগ্য’ শিগগিরই নির্ধারণ করবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্সের ভাগ্য শিগগিরই নির্ধারণ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে গত কিছুদিন ধরে সেশন্সের সমালোচনার পর এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস।

c.files_.bbci_.co_.uk_97074038_hi040778559-685089df20b4d2f02559bdbfc9bcebed5ee55c9f-696x392

গত কিছুদিন ধরেই মার্কিন অ্যাটর্নি জেনারেলের সমালোচনা করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। এক টুইট বার্তা ট্রাম্প সেশন্সকে অবরুদ্ধ হয়ে পড়া  ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। এর পরই আরেক টুইটে তিনি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ প্রসিকিউটরকে দুর্বল বলে আখ্যায়িত করেন। হোয়াইট হাউসে পরে সেশন্সকে নিয়ে হতাশার কথা জানান।

ট্রাম্প জানান, রাশিয়া সংয়োগ তদন্ত থেকে নিজেকে প্রত্যাহার করা উচিত হয়নি আলাবামার সাবেক সিনেটর সেশন্সের।

মার্কিন প্রেসিডেন্টের এমন সমালোচনার পরও সেশন্সের ঘনিষ্ঠরা জানিয়েছেন, অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব চালিয়ে আগ্রহী তিনি।

মঙ্গলবার ট্রাম্পের নতুন কমিউনিকেশন পরিচালক অ্যান্থনি স্ক্যারামুচ্চি জানান, সেশন্সের অ্যাটর্নি জেনারেল হিসেবে বেশি দিন টিকে থাকার সম্ভাবনা নেই। তিনি বলেন, আমরা শিগগিরই সিদ্ধান্ত নিব।

এছাড়া অ্যান্থনির এক সাক্ষাৎকারে এটা পরিষ্কার হয়ে গেছে যে, ট্রাম্প অ্যাটর্নি জেনারেল হিসেবে সেশন্সকে আর চান না।

এদিকে, সোমবার হোয়াইট হাউসের ওয়েস্ট উইং-এ গেলেও সেশন্স ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেননি। সূত্র: বিবিসি।

/এএ/