অ্যাটর্নি জেনারেল হিসেবে থাকছেন জেফ সেশন্স

John Kelly and Jeff Sessions_1492709054098_6528038_ver1.0_640_360মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যালয় হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ জন কেলি অ্যাটর্নি জেনারেল হিসেবে জেফ সেশন্স থাকছেন বলে নিশ্চয়তা দিয়েছেন।  হোয়াইট হাউসের এক উচ্চ পদস্থ কর্মকর্তা বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। গত কয়েক সপ্তাহ ধরে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার মুখে ধারণা করা হচ্ছিল অ্যাটর্নি জেনারেলের পদ থেকে সেশন্সকে সরিয়ে দেওয়া হতে পারে।

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে শুক্রবার দায়িত্ব নিয়েছেন জন কেলি। দায়িত্ব নেওয়ার একদিন পর শনিবার তিনি জেফ সেশন্সকে ফোন করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের উচ্চ পদস্থ এক কর্মকর্তা জানান, ফোনে তিনি সেশন্সকে আশ্বস্থ করেন। কেলি বলেন, হোয়াইট হাউস বিচার বিভাগের প্রধান হিসেবে সেশন্সকেই চায়।

এই ফোনালাপের কথা প্রথম প্রকাশ করে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস।

কেলি জানান, সেশন্সকে নিয়ে ট্রাম্প এখনও বিরক্ত। বিশেষ করে মার্চ মাসে ২০১৬ সালের নির্বাচনে রুশ হস্তক্ষেপের তদন্ত থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার কারণে।

রয়টার্সের পক্ষ থেকে এই বিষয়ে মন্তব্য জানতে চাইলে কোনও জবাব দেওয়া হয়নি। সূত্র: রয়টার্স।

/এএ/