অস্ট্রেলিয়ার উপকূলে মার্কিন নৌবাহিনীর বিমান বিধ্বস্ত

_97221659_hi040319122মার্কিন নৌবাহিনীর একটি সামরিক বিমান অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলে বিধ্বস্ত হয়েছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার উদ্ধার অভিযান চলছে। উদ্ধারকর্মীরা ২৩ জনকে উদ্ধার করতে পেরেছেন কিন্তু এখনও তিন সেনা নিখোঁজ রয়েছেন।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানটি একটি এয়ারক্র্যাফট ক্যারিয়ারে অবতরণ করার সময় দুর্ঘটনাটি ঘটে। বিমানটি এমভি-২২ ওসপ্রে শ্রেণির।

মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানটি নিয়মিত অভিযানে ছিল।

এই ধরনের বিমান ২৪ জন মানুষকে বহন করতে পারে। সঙ্গে চার ক্রুও থাকেন। বিমানটিতে হেলিকপ্টারের মতো রোটর ব্লেড রয়েছে। যার ফলে রানওয়ে ছাড়াই বিমানটি অবতরণ করতে পারে।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী ম্যারিজ পাইয়েন জানান, তিনি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাথিসের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, আমি নিশ্চিত করতে পারি বিমানটিতে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর কোনও সদস্য ছিলেন না।

মার্কিন সেনারা অঞ্চলটিতে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে। তালিসম্যান সাব্রে নামের এই মহড়ায় অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের ৩০ হাজার সেনা অংশগ্রহণ করছেন। সূত্র: বিবিসি।

/এএ/