মিনেসোটার মসজিদে হামলা সাজানো বলে দাবি হোয়াইট হাউস কর্মকর্তার

ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা সেবাস্টিয়ান গোর্কাযুক্তরাষ্ট্রের মিনেসোটার মসজিদে বোমা হামলার ঘটনা সাজানো হতে পারে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের এক উচ্চ পদস্থ কর্মকর্তা। তিনি দাবি করেছেন, সম্প্রতি ঘটা অনেকগুলো বিদ্বেষমূলক অপরাধ ছিল ভুয়া।

৫ আগস্ট যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে দার আল ফারুক মসজিদে বোমা হামলা হয়। যুক্তরাষ্ট্রের সময় ভোর ৫টা ৫ মিনিটের দিকে মুসল্লিরা যখন নামাজ আদায়ের জন্য জড়ো হচ্ছিলেন তখনই ইমামের অফিসের জানালা দিয়ে বোমাটি ফেলা হয়। তবে ওই হামলায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় দেশটির সামাজিক মাধ্যমে বেশ সমালোচনা শুরু হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক জ্যেষ্ঠ উপদেষ্টা সেবাস্টিয়ান গোর্কা মঙ্গলবার এমএসএনবিসি টেলিভিশনের একটি অনুষ্ঠানে দাবি করেছেন, মিনেসোটার মসজিদে বোমা হামলার ঘটনাটি সাজানো।

সাম্প্রতিক বিদ্বেষমূলক অপরাধের ঘটনাগুলোকে ভুয়া দাবি করলেও এর স্বপক্ষে কোনও উদাহরণ দেননি গোর্কা।

অনুষ্ঠানের উপস্থাক গোর্কাকে জিজ্ঞেস করেন মিনেসোটার মসজিদে বোমা হামলা নিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হবে কি না। জবাবে তিনি বলেন, হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শেষ হওয়ার পর  হোয়াইট হাউস মন্তব্য করবে।

গোর্কা বলেন, এখানে খুব ভালো নিয়ম রয়েছে। প্রাথমিক সব প্রতিবেদন মিথ্যা। আপনাকে সেগুলো খতিয়ে দেখতে হবে। কারা এর পেছনে জড়িত তাদের বের করতে হবে।

গোর্কা আরও বলেন, অপরাধমূলক বিভিন্ন ঘটনা একের পর এক ঘটছে। গত ছয় মাসে ডানপন্থী ব্যক্তিদের দ্বারা বিদ্বেষমূলক অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগ রয়েছে। যা আসলে বামপন্থীদের প্রচারণা ছাড়া কিছুই নয়।

গোর্কা দাবি করেন, ছয় মাস ধরে মানুষ বিদ্বেষমূলক অপরাধের ঘটনা সাজাচ্ছে। আমি মনে করি, বিবৃতি দেওয়ার আগে আসল ঘটনার অনুসন্ধান করা জ্ঞানীর কাজ হবে।

এই মন্তব্যের পর সমালোচনার মুখে পড়েছেন উগ্র ডানপন্থীদের সঙ্গে সম্পৃক্ত এই মার্কিন কর্মকর্তা। হাঙ্গেরি উগ্র ডানপন্থীদের সঙ্গে যোগাযোগ ছিল গোর্কার। মার্কিন সংবাদমাধ্যম ডেইলি বিস্ট জানিয়েছে, ইসলামবিরোধী আচরণের কারণে এফবিআই’র তদন্তের মুখে নিজের সংসদীয় আসন থেকে বহিষ্কার হয়েছিলেন ট্রাম্পের এই উপদেষ্টা।

যুক্তরাষ্ট্রে বিদ্বেষমূলক অপরাধের তথ্য সংগ্রহ করে দ্য সাউদার্ন পোভার্টি ল সেন্টার। ২০১৬ সালের নভেম্বর থেকে ২০১৭ সালের এপ্রিল পর্যন্ত সংস্থাটি ১ হাজার ৮৬৩টি বিদ্বেষমূলক অপরাধের তথ্য সংগ্রহ করেছে। সূত্র: আল জাজিরা।

/এএ/