মহড়ায় সেনা কমানোর কারণ কোরীয় উত্তেজনা নয়: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

পেন্টাগন প্রধান জিম ম্যাথিসদক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্রের সেনা সংখ্যা কমিয়ে আনার কারণ উত্তর কোরিয়ার সঙ্গে চলমান উত্তেজনা নয় বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। রবিবার তিনি এই কথা জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

‘উলফি ফ্রিডম গার্ডিয়ান’ নামের এই যৌথ সামরিক মহড়া ২১-৩১ আগস্ট অনুষ্ঠিত হবে। এতে উত্তর কোরিয়ার সঙ্গে পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি নেওয়া হবে।

জর্ডান সফরে যাওয়ার আগে সাংবাদিকদের মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানান, কয়েক মাস আগেই এই যৌথ মহড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বছরের মূল মহড়া এটি।

জিম ম্যাটিস বলেন, মহড়ায় অংশগ্রহণকারী সেনাদের সংখ্যা নির্ভর করে অনুশীলনের লক্ষ্য অর্জনের ওপর। যা প্রয়োজনীয় তা গ্রহণ করা হয়। এই মুহূর্তে কমান্ড পোস্ট অভিযানের ব্যাপক গুরুত্ব রয়েছে। ফলে যৌথ মহড়ায় সেনা কমিয়ে আনতে হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ায় এবার সাড়ে সতের হাজার সেনা অংশ নিচ্ছেন। চলতি মাসে এই মহড়া শুরু হবে। গত বছর এই মহড়ায় ২৫ হাজার মার্কিন সেনা অংশ নিয়েছিলেন।

উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উত্তেজনার মধ্যেই কোরীয় উপসাগরীয় অঞ্চলে বড় ধরনের এই সামরিক মহড়া অনুষ্ঠিত হচ্ছে। উত্তর কোরিয়ার প্রধান আন্তর্জাতিক মিত্র ও বাণিজ্যিক অংশীদার চীন এই মহড়া বন্ধের আহ্বান জানিয়েছে। একই মত জানিয়েছে রাশিয়াও। সূত্র: রয়টার্স।

/এএ/