লাস ভেগাসে হামলা ‘খাঁটি শয়তানের কাজ’: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে কনসার্টে বন্দুকধারীর হামলাকে ‘খাঁটি শয়তানের কাজ’ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউস থেকে দেওয়া এক শোক ভাষণে এই মন্তব্য করেছেন। রবিবার লাস ভেগাসে ওই হামলায় অন্তত ৫৮ জন নিহত ও ৪ শতাধিক আহত হয়েছেন।

Ut_HKthATH4eww8X4xMDoxOjA4MTsiGN_4117760

ভাষণে ডোনাল্ড ট্রাম্প ‘দুঃখ, আকস্মিকতা ও বেদনায়’ জাতি ঐক্যবদ্ধ বলে উল্লেখ করেন এবং ঘোষণা দেন বুধবার তিনি নেভাদাতে যাবেন।

স্বজন হারাদের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, আমরা তাদের ব্যথা অনুধাবন করতে পারব না, আমরা তাদের ক্ষতির কথা কল্পনা করতে পারব না।

ট্রাম্পের শাসনামলে রবিবারের হামলাটি সবচেয়ে ভয়াবহ হত্যাযজ্ঞ। সোমবার সকালে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জন কেলি পরিস্থিতি সম্পর্কে ট্রাম্পকে অবহিত করেন। এছাড়া সকালেই ট্রাম্প টুইটারে প্রাথমিক শোক ও সমবেদনা জানান।

হোয়াইট হাউসের প্রেস সচিব সারাহ স্যান্ডার্স হামলাটিকে ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ট্রাম্পের ভাষণের পর হোয়াইট হাউস সরকারি ভবনগুলোতে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছে। সূত্র: সিএনএন।

আরও পড়ুন-

 

লাস ভেগাসে হামলায় দায় স্বীকার আইএসের

কনসার্টে হামলাকারীর ‘নারী সহচর’-এর খোঁজ পাওয়ার দাবি পুলিশের

লাস ভেগাসে হামলাকারীর ছবি প্রকাশ

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলা

যুক্তরাষ্ট্রের কনসার্টে হামলায় নিহত অন্তত ৫০